রিয়ালে ফিরছেন রোনালদো, দাবি ব্রিটিশ গণমাধ্যমের

একে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার তেমন কোনো সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। দুইয়ে নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় থাকা নিয়েও নেই নিশ্চয়তা। ফলে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউনাইটেড ছাড়া নিয়ে নতুন গুঞ্জন উঠেছে ফুটবল মহলে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরতে পারেন বলে ঘটা করে সংবাদ প্রকাশ পেয়ে ব্রিটিশ গণমাধ্যমে।

একে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার তেমন কোনো সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। দুইয়ে নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় থাকা নিয়েও নেই নিশ্চয়তা। ফলে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউনাইটেড ছাড়া নিয়ে নতুন গুঞ্জন উঠেছে ফুটবল মহলে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরতে পারেন বলে ঘটা করে সংবাদ প্রকাশ পেয়ে ব্রিটিশ গণমাধ্যমে।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য মিররের সুবাদে রোনালদোর রিয়ালের ফেরার গুঞ্জন চাউর হয়। সংবাদে তারা জানিয়েছে, দুই পক্ষই এ নিয়ে সম্মতি প্রকাশ করেছে। মূলত অবসরের সুযোগ করে দিতেই রোনালদোকে ফের রিয়ালে ফেরাতে চায় তারা। যদিও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইগোর দ্বন্দ্বও রয়েছে এ পর্তুগিজ তারকার।

চলতি মৌসুমে পিএসজির কিলিয়ান এমবাপেকে আনাই মূল লক্ষ্য রিয়ালের। মিররের সংবাদ অনুযায়ী, এ তারকাকে না আনতে পারলে বিকল্প হিসেবে রোনালদোকে চায় রিয়াল। এক বছরের চুক্তি করতে চায় দলটি।

রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জনটা অবশ্য নতুন কিছু নয়। গত বছরও মৌসুমের এ পর্যায়ে এসে জুভেন্টাস ছেড়ে তার রিয়ালে ফেরার গুঞ্জন চাউর হয়। তবে তা কেবল গুঞ্জনই থেকে গেছে। যদিও ঠিক দল বদল করেছেন তিনি। জুভেন্টাস ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

এখন দেখার বিষয় এবার গুঞ্জন কতোটা সঠিক হয়। জানা গেছে নতুন কোচ টেন হাগের পরিকল্পনায় নেই রোনালদো। যদিও নিজে থেকে এখনও কিছু বলেননি এ কোচ। তবে কিছু দিন আগে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক কিছুটা ইঙ্গিত দিয়েছেন। কোচ ও রোনালদোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন।

২০১৮ সালে রিয়াল ছাড়ার খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর সময়। নিজে ভালো খেললেও দলের চাহিদা পূরণ করতে পারছেন না। জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর লক্ষ্য নিয়ে তা পূরণ করতে পারেননি। ইউনাইটেডে ফিরেও হয়নি প্রত্যাশা পূরণ। বিশাল বাজেটের দলটি কি-না জায়গা পাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগেও।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

4h ago