রিয়াল মাদ্রিদকে রুখে দিল কাদিস

karim benzema

আগের মৌসুমে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে এসে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল কাদিস।  এবার জিততে না পারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে শীর্ষে থাকা রিয়ালকেও জিততে দেয়নি পুচকে কাদিস।

রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে  কাদিসের ডিফেন্সিভ ঘরানায় হোঁচট খায় রিয়াল। খেলা শেষ হয় গোলশূন্য ব্যবধানে। এতে করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর উঠতে থাকা রিয়াল হারালো পয়েন্ট। তবে শীর্ষস্থান অটুটই আছে কার্লো আনচেলেত্তির দলের। 

ম্যাচ জিততে অবশ্য প্রবল আক্রমণই চালিয়েছেন করিম বেনজেমা, ভিনিসিউস জুনিয়ররা। লাভ হয়নি। কাদিসের রক্ষণ সামলে নেয় সব ঝড়। গত বছর অক্টোবরে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল তারা। এবার রক্ষণ আগলে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করার পরিস্থিতি আর আসেনি। 

ম্যাচে অনুমিতভাবেই স্পষ্ট প্রাধান্য ছিল রিয়ালের। ৮০ শতাংশ বল দখল ছিল তাদের। গোলের উদ্দেশ্যে ৩৬টি শট নিয়েছে জায়ান্ট রিয়াল। তবে এরমধ্যে কেবল ৯টি ছিল লক্ষ্যে। কাদিসের ৪ শটের একটিও লক্ষ্যে থাকেনি।

তবে তাদের মূল উদ্দেশ্য গোল ঠেকানো ঠিকই পূরণ হয়েছে। এতগুলো শট নিয়েও আসলে বলার মতো সুযোগ আসেনি সেভাবে। ১৭ মিনিটে বেনজেমার বাড়ানো বল গোলরক্ষক গোলমুখ থেকে ফিরে দেন, পরে ফেদরিকো ভালভেরদের নেওয়া টাচ যায় বাইরে দিয়ে। ২৩ মিনিটে এই ভালভারদের নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে কর্নার বানিয়ে ঠেকিয়ে দেওয়া কঠিন ছিল না।

দ্বিতীয়ার্ধ আরও রক্ষণাত্মক হয়ে যায় কাদিস। তাদের সীমানায় বল গেলেও সেগুলো কেমন জট পাকানোর অবস্থাই তৈরি করেছে। টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়াররা যাও কিছু সুযোগ পাচ্ছিলেন সেসব কাজে লাগানোর ধারেকাছে যেতে পারছিলেন না। এই ড্রয়ের পরও ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগায় এক নম্বরেই আছে সফলতম দল রিয়াল। তাদের থেকে এক ম্যাচ কম খেলে সেভিয়ার পয়েন্ট ৩৭।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

8m ago