রিয়াল মাদ্রিদকে হারানোর প্রত্যাশায় পেদ্রি

নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে ক্লাবগুলো নিজেদের প্রস্তুত করছে। তবে লড়াইটি যদি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে, তাহলে স্রেফ প্রীতি ম্যাচের তকমা ছাপিয়ে উত্তেজনার পারদ বরাবরের মতো থাকে তুঙ্গে। ফুটবলারদের চেয়ে আর কারা সেটা ভালো অনুধাবন করতে পারেন! আসন্ন এল ক্লাসিকোর আগে বার্সার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি যেমন অকপটে বলেছেন, রিয়ালের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত তারা।
আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে স্প্যানিশ লা লিগার দুই পরাশক্তি। লাস ভেগাসে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। হাইভোল্টেজ লড়াইটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টেন ওয়ান।
ম্যাচের আগে গণমাধ্যমের কাছে ১৯ বছর বয়সী পেদ্রি বলেছেন, রিয়ালকে হারানো দারুণ ব্যাপার হবে তাদের জন্য, 'দল এল ক্লাসিকো খেলতে রোমাঞ্চিত। এবারের প্রাক মৌসুমটা খুব সুন্দর যাচ্ছে। যদিও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচে মাঠে সময় কাটানো, তবে রিয়াল মাদ্রিদকে হারানো অবশ্যই আমাদের জন্য দারুণ কিছু হবে। এল ক্লাসিকো ঘিরে উত্তেজনার পারদ সবসময়ই চূড়ায় থাকে।'
নাটকীয়তার অবসান ঘটিয়ে সম্প্রতি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি। তার কাছ থেকে প্রচুর গোল প্রত্যাশা করছেন পেদ্রি, 'লেভির মতো একজন খেলোয়াড় গোলের নিশ্চয়তা দেয়। আমার বায়ার্ন মিউনিখে সেটা দেখেছি। আমরা তাকে এখানে পেয়ে গর্বিত। আমরা আশা করছি, তিনি সেই একই মাত্রায় গোল করতে পারবেন।'
উল্লেখ্য, গত মার্চে লা লিগায় শেষবার মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সা। প্রতিযোগিতামূলক ওই ম্যাচে বিজয়ীর চওড়া হাসি হেসেছিল কোচ জাভির শিষ্যরা। রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেই বার্সেলোনা বিধ্বস্ত করেছিল ৪-০ গোলে।
Comments