রিয়াল মাদ্রিদের শাস্তি হওয়া উচিৎ: লিওনার্দো

অনেক দিন থেকেই কিলিয়ান এমবাপেকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। কোনো ধরণের চুক্তি না করতে পারলেও কর্মকর্তা হতে শুরু করে খেলোয়াড়দের সবার বিশ্বাস মাদ্রিদেই আসছেন এ ফরাসি তরুণ। এ নিয়ে প্রকাশ্যেও অনেকবার কথা বলছেন তারা। আর তাতে বেজায় খেপেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। রিয়াল মাদ্রিদের শাস্তি দাবি করেছেন তিনি।
অবশ্য এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে তাদের খেলোয়াড়-কর্মকর্তাদের কথায় অনেক আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন লিওনার্দো। তবে এবার শাস্তি দাবি করলেন তিনি। ইতালির সংবাদমাধ্যম ফেস্তিভো দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'মাদ্রিদ এটা অস্বীকার করছে, কিন্তু আমার মনে হয় রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরে এমবাপেকে (একজন ফ্রি এজেন্ট হিসেবে) কেনার জন্য কাজ করে আসছে। দুই বছর ধরে তারা এমবাপে সম্পর্কে প্রকাশ্যে কথা বলে আসছে। এর শাস্তি হওয়া উচিত।'
এমনকি এমবাপের প্রতি মাদ্রিদের পর্যাপ্ত শ্রদ্ধার অভাবও দেখছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর, 'রিয়াল মাদ্রিদ থেকে আমি এমবাপের প্রতি শ্রদ্ধার অভাব দেখছি। সে সাধারণ একজন খেলোয়াড় নয়, সে বিশ্বের অন্যতম সেরা। কোচ, বোর্ড, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কিলিয়ান সম্পর্কে কথা বলেছেন। আমি মনে করি এটা তাদের পরিকল্পনার অংশ। এটা সম্মানজনক নয়।'
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে এমবাপের। তবে এর আগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো ছাড়া দলটি বিকল্প কিছুই ভাবছে না বলে জানালেন লিওনার্দো, 'আমাদের পরিকল্পনা কিলিয়ান এমবাপের চুক্তি বাড়ানো। আমাদের পরিকল্পনায় কিছুই পরিবর্তন হয়নি। কিলিয়ান একজন রত্ন, তিনি পিএসজির জন্য একেবারে সঠিক খেলোয়াড়। আমাদের কিলিয়ান, লিও (মেসি) ও নেই (নেইমার) আছে। তবে আমরা এমবাপেকে ছাড়া পিএসজির ভবিষ্যৎ নিয়ে কখনোই কোনো পরিকল্পনা করিনি।'
বরাবর গুঞ্জন থাকলেও গ্রীষ্মের দল বদলে এমবাপেকে দলে টানার জোড় চেষ্টা করেছিল রিয়াল। নিজেদের ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে তাকে কিনতে চেয়েছিল তারা। কিন্তু কোনো প্রস্তাবেই মন গলেনি পিএসজির। কোনোভাবেই এ তরুণকে ছাড়তে চায় না প্যারিসের ক্লাবটি। কিন্তু রিয়াল থেমে নেই। কদিন আগেও দলটির ফরোয়ার্ড করিম বেনজেমা ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও তাকে আনার ব্যাপারে কথা বলেছেন। সবমিলিয়ে বেজায় ক্ষিপ্ত লা পার্সিয়ানরা।
Comments