'রিয়াল মাদ্রিদ অজেয় কোনো দল নয়, তবে...'

বেশ কিছু তারকা খেলোয়াড়দের হারিয়ে সাম্প্রতিক সময়ে অনেকটাই খর্ব শক্তির হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও দলটি ছিল ট্রফিশূন্য। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এখন আর আগের মতো অজেয় দল নন বলেই মনে করেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় করিম বেনজেমা। কিন্তু তারপরও এ আসরে তারা যে কীর্তি গড়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন এ ফরাসি তারকা।
তবে আসরটা চ্যাম্পিয়ন্স লিগের হলে তাতে বরাবরই ফেভারিট তালিকায় থাকে রিয়াল। এ আসরে সবচেয়ে বেশি সাফল্যই তাদের। তাদের ধারেকাছে নেই কেউ। ২০১৪ সালে শিরোপা জিতার পর ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিতেছেন টানা তিনবার। পাঁচ বছরে চারবার। এমনই অবিশ্বাস্য পারফরম্যান্স দলটির। তাই সে সময়ের মতো অপ্রতিরোধ্য না হলেও এমন কীর্তি বিশেষ কিছু বলেই মনে করেন বেনজেমা।
রিয়ালের এমন কীর্তির অংশ হয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত এ ফরাসি ফরোয়ার্ড, 'রিয়াল মাদ্রিদ সবসময়ই বিশ্বের সেরা দল হিসেবে থাকবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এই যুগে আমি বলতে পারি না যে অজেয় কোনো দল। তবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করা অবশ্যই বিশেষ কিছু। একবার জয় করাই খুব কঠিন সেখানে আমরা পরপর তিনবার করেছি। আমরা সেই দলের একটি যুগের সৃষ্টি করেছি এবং ভবিষ্যতে অন্য যুগের সূচনা করতে যাচ্ছি।'
আগের দিনই রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন বেনজেমা। ২০২৩ সাল পর্যন্ত এ ক্লাবেই থাকছেন তিনি। আর রিয়ালের সঙ্গে নতুন অঙ্গীকার করার পর স্মৃতি কাতর হয়ে যান এ তারকা। রিয়ালের যোগ দেওয়ার দিনগুলোর কথা জানিয়ে বলেন, 'এটা অনেক দিন আগের কথা, কিন্তু আমার অবশ্যই মনে আছে। আমার বাবা-মা এবং আমার এজেন্ট আমাকে ফোন করে আমাকে বাড়ি যেতে বলেছিল, আমি চাইনি। কিন্তু যখন আমি সেখানে পৌঁছলাম, তখন আমি ফ্লোরেন্তিনোকে (পেরেজ) দেখেছিলাম।'
'এই লোকটি জিজু, রোনালদো, গ্যালাক্টিকোস নিয়ে এসেছিল... আমি তার দিকে তাকিয়ে ছিলাম এবং আমি কিছু বলিনি। সে কেবল জিজ্ঞেস করেছিল আমি রিয়াল মাদ্রিদে খেলতে চাই কি-না এবং আমি হ্যাঁ বলেছিলাম। আমি যখন দেখি রিয়াল মাদ্রিদে আমি এখন কি করেছি, তখন আমি খুব গর্বিত বোধ করি।' -যোগ করেন বেনজেমা।
Comments