রিয়াল ম্যাচের পরই সিদ্ধান্ত নেবেন এমবাপে!

ফুটবল পাড়ায় জোর গুঞ্জন রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌখিক চুক্তি করে ফেলেছেন কিলিয়ান এমবাপে। বাকি শুধু আনুষ্ঠানিকতার। তবে এ নিয়ে মুখ খুলছেন না এ ফরাসি তরুণ। এখনই এসব নিয়ে ভাবছেন না বলেই জানিয়েছেন। তবে রিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এ তরুণ।
এর আগে অনেকবারই রিয়ালে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপে। যে কারণে গত দুই বছর ধরেই পিএসজির একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনকি মেসি-নেইমারদের চেয়ে বেশি বেতনের প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দেন বলে গুঞ্জন রয়েছে।
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে এমবাপের। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে। তবে চাইলে এখন থেকেই আলোচনা করতে পারবেন যে কোনো ক্লাবের সঙ্গে। ধারণা করা হচ্ছে তার ইচ্ছা রিয়াল বলেই নিশ্চুপ তিনি। কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ যে এ স্প্যানিশ ক্লাবটিই।
নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে অ্যামাজন প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, 'আমার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলে অনেক কিছু বদলে যায়। যদিও আমি এখন যা চাই তা করতে পারি, তবুও আমি রাইভালদের কথা বলতে বা এই ধরনের জিনিস করতে যাচ্ছি না।'
আগামী ১৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রিয়ালের মুখোমুখি হচ্ছে পিএসজি। আপাতত এমবাপের দৃষ্টি সে ম্যাচের দিকেই, তবে এরপর সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি, 'আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের দিকে মনোনিবেশ করছি, পার্থক্য তৈরি করার চেষ্টা করছি এবং তারপরে আমরা দেখব কী হয়।'
আগের দিন লিগ ওয়ানের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে এমবাপের দল পিএসজি। লিলের মাঠে তাদের ৫-১ গোলে বিধ্বস্ত করেছে দলটি। তাতে অসাধারণ এক গোল করে অবদান রেখেছেন এমবাপে। শীতকালীন দল বদল শেষে এটাই লিগে তাদের প্রথম ম্যাচে।
দলের এমন জয়ে জয়ে দারুণ খুশি খুশি এমবাপে, 'আমরা সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চেয়েছি। আজ আমাদের খেলা অনেক বেশি পরিণত ছিল। অনেক বেশি মুভমেন্ট হয়েছে এবং সবাই আরও বেশি নিজেদের তুলে ধরেছে।'
Comments