রোনালদোকে দলে টানতে সব চেষ্টাই করছে রোমা

এএস রোমায় যোগ দেওয়ার পর দলকে প্রথমবারের মতো ইউরোপিয়ান আসরে সফলতা এনে দিয়েছেন জোসে মরিনহো। তবে সিরিআয় খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। নতুন মৌসুমে ভালো কিছু করার প্রত্যয়ে স্কোয়াডের শক্তি বাড়াতে চান এ কোচ। তার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্তিয়ানো রোনালদোকে পেতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।

গত কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে দল-বদলের বাজারে ম্যানচেস্টার ইউনাইটেডের নীরবতার কারণে দল ছাড়তে চান রোনালদো। শিরোপা জয়ের মতো প্রজেক্ট না দেখলে রেড ডেভিলদের সঙ্গে চালিয়ে যেতে আগ্রহী নন এ পর্তুগিজ। তাতেই নড়েচড়ে বসেছে রোমা।

এদিকে রোনালদোর বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার গুঞ্জনও ছিল। সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির পরিচালক হাসান সালিহামিডজিক। রবার্ট লেভানদোভস্কির পরিবর্তে রোনালদোকে দলে টানার গুঞ্জন সত্য নয় বলেই স্কাই স্পোর্টসকে জানিয়েছেন এ পরিচালক।

স্কাই স্পোর্টসের এ প্রতিবেদন জানার পর রোনালদোকে পেতে আরও আগ্রহী হয়েছে রোমা। ক্রীড়াভিত্তিক ইতালিয়ান রেডিও রেতেস্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমার সাবেক ডিফেন্ডার ফ্যাবিও পেত্রুজ্জি জানান, এ পর্তুগিজ তারকাকে পেতে সব ধরণের চেষ্টা চালাবেন তারা।

রোনালদোকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কোচ মরিনহোও। এর আগে রিয়াল মাদ্রিদে একই সঙ্গে কাজ করেছেন এ দুই পর্তুগিজ তারকা। মরিনহোর ইচ্ছায় ইতিবাচক সম্মতি দিয়েছে দলটির স্পোর্টিং ডিরেক্টর তিয়াগো পিন্টোও। এমনকি আমেরিকান মালিক ফ্রেডকিন পরিবারও রোনালদোকে আনার পক্ষে মোট দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোকে পাওয়ার ক্ষেত্রে দুটি দুটি বাধা কাজ করতে পারে রোমার। প্রথমত, গত মৌসুমেই সিরিআ ছেড়ে এসেছেন রোনালদো। এক মৌসুম পরই সেই লিগে অপেক্ষাকৃত ছোট দলে ফেরাকে অপমানজনক মনে করতে পারেন রোনালদো। এ প্রজেক্ট নাও পছন্দ হতে পারে পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকার।

বয়সটা ৩৮ পার হলেও এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই পারফর্ম করে যাচ্ছেন রোনালদো। গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসে ৩৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়ে ২৪টি গোল করেছেন তিনি। একই সঙ্গে তিনটি অ্যাসিস্ট রয়েছে তার। কিন্তু তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় দলটি।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

13h ago