রোনালদোকে নিয়ে ভাবতে বারণ করলেন জুভেন্টাস কোচ

জুভেন্টাসের কোচ হিসেবে মাসসিমিলিয়ানো আলেগ্রির দ্বিতীয় মেয়াদের শুরুটা হয়েছে চূড়ান্ত হতাশাজনক। উদিনেসের সঙ্গে ড্রয়ের পর এম্পোলির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে তারা। এতে প্রশ্ন উঠেছে ক্লাব ছেড়ে যাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর শূন্যতা নিয়ে। তবে এ নিয়ে মাথা ঘামাতে নারাজ আলেগ্রি। অতীত পেছনে ফেলে রোনালদোকে ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
ইতালিয়ান সিরি আতে শনিবার রাতে নিজেদের মাঠে অঘটনের শিকার হয়েছে জুভরা। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে তারা ১-০ গোলে হেরেছে এবারের মৌসুমে সিরি বি থেকে উঠে আসা এম্পোলির কাছে। প্রথমার্ধের ২১তম মিনিটে ম্যাচের ফল নির্ণায়ক গোলটি করেন লিওনার্দো মানকুসো।
পর্তুগিজ তারকা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর এটাই ছিল জুভেন্টাসের প্রথম ম্যাচ। পাওলো দিবালা, ফেদেরিকো কিয়েসা ও আলভারো মোরাতার মতো তারকারা খেললেও জালের ঠিকানা খুঁজে পাননি। তাই বল দখল আর আক্রমণে আধিপত্য করলেও হারের তিক্ত অনুভূতি নিয়ে মাঠ ছাড়তে হয় তুরিনের দলটিকে।

গত শুক্রবার পুরনো ঠিকানা ইউনাইটেডে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। জুভদের সঙ্গে তার চুক্তির মেয়াদের আরও এক বছর বাকি থাকলেও দল ছাড়তে উঠেপড়ে লেগেছিলেন তিনি। কারণ, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমালেও কাঙ্ক্ষিত দলীয় সাফল্য পাচ্ছিলেন না। গত তিন মৌসুমেই জুভেন্টাস উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় আগেভাগে। তাছাড়া, সবশেষ মৌসুমে তারা খোয়ায় সিরি আর শিরোপাও।
এম্পোলির কাছে হারের পর ভিডিও স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএনকে আলেগ্রি বলেছেন, বিদায় নেওয়া রোনালদোর ভাবনায় ডুবে থাকতে নারাজ তিনি, 'ক্রিস্তিয়ানো তিন বছর ধরে জুভেন্টাসে ছিল। কিন্তু আমি তাকে মাত্র এক ম্যাচে পেয়েছি। এখানে সে অনেক গোল করেছে এবং সে যেটা ভালো পারত, সেটাই করেছে। সে একজন কিংবদন্তি খেলোয়াড়। কিন্তু এই মুহূর্ত থেকে আমরা আর ক্রিস্তিয়ানো রোনালদোর কথা ভাবতে পারি না।'
ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, 'আমাদের দারুণ একটি স্কোয়াড রয়েছে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে, প্রতিটি ম্যাচেই আমরা প্রাধান্য দেখাতে পারব না। আমাদের একত্রিত হতে হবে এবং এই ম্যাচের ফল আমাদেরকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে। আমি বরাবরই ভীষণ আশাবাদী।'
শিষ্যদের পারফরম্যান্স মূল্যায়ন করে তাদেরকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন জুভেন্টাস কোচ, 'ছেলেরা শুরুতে দাপট দেখাচ্ছিল। কিন্তু প্রথম ভুলটিতেই তারা গোল হজম করে বসে। এরপর তারা তাড়াহুড়ো করছিল। কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এ ধরনের পরিস্থিতি শান্তভাবে সামলাতে হবে, দল হিসেবে খেলতে হবে এবং একা একাই সমাধান বের করার চেষ্টা করা যাবে না।'
সিরি আর পয়েন্ট তালিকায় ১৩তম স্থানে রয়েছে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে থাকা জুভেন্টাস। দুই ম্যাচে তাদের সংগ্রহ কেবল ১ পয়েন্ট। লিগের পরের ম্যাচে আরেক শক্তিশালী ক্লাব নাপোলির মুখোমুখি হবে তারা।
Comments