রোনালদোর কারণে জুভেন্টাসের ঐক্য নষ্ট হয়েছিল: বুফন

অভিযোগটা আগেই তুলেছিলেন দলের দুই সিনিয়র তারকা জিওর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বনুচ্চি। তবে কিছুটা পরোক্ষভাবে বলেছিলেন তারা। ক্রিস্তিয়ানো রোনালদো দলে আসায় পর তারা একটি টিম হিসেবে খেলার চেয়ে ব্যক্তিগত প্রতিভায় নির্ভর করতে শুরু করেছিল। যার প্রভাব পুরো দলে পড়েছিল বলে জানান তারা। এবার সে ধারায় সরাসরি আঙুল তুললেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও।

রোনালদোকে দলে টানার আগে সিরিআ'র শিরোপা এক প্রকার নিশ্চিত ছিল তাদের। টানা সাতবার চ্যাম্পিয়ন তখনই তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ সাফল্য মিলছিল না তাদের। ফাইনাল ও সেমি-ফাইনালের মঞ্চে উঠে অল্পের জন্য হাতছাড়া হচ্ছিল শিরোপা। তাই এ আসরেও সর্বোচ্চ সাফল্য পেতে বড় আশা করে রোনালদোকে দলে টানে জুভেন্টাস।

কিন্তু আদতে তার কিছুই পূরণ হয়নি। উল্টো নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে ব্যর্থ হয় দলটি। আয়াক্স, অলিম্পিক লিঁও ও পোর্তোর মতো দলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনালেই। এমনকি গতবার লিগ শিরোপাও হারিয়েছে তারা।

যে দলটি আগে ধারাবাহিক পারফর্ম করছিল সেখানে রোনালদোর মতো তারকা খেলোয়াড় পেয়েও কেন ব্যর্থ জুভেন্টাস? বুফন মনে করছেন রোনালদোর উপস্থিতিতে উল্টো প্রতিক্রিয়া ফেলেছে দলে। সম্প্রতি টিইউডিএন ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এ কিংবদন্তি গোলরক্ষক, 'রোনালদোর উপস্থিতিতে আমরা একটি দল হিসেবে ডিএনএ হারিয়েছিলাম।'

যে মৌসুমে রোনালদো জুভেন্টাসে যোগ দেন, সে মৌসুমে পিএসজিতে পারি দিয়েছিলেন বুফন। তাই প্রথম বছরে দলটির ব্যর্থতার কারণ বুঝতে পারেননি তিনি, '(রোনালদো আসার পর) প্রথম বছর চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিল জুভের, যে বছর আমি পিএসজিতে ছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে কী হয়েছিল।'

তবে পরের বছরই ফিরে আসেন এ কিংবদন্তি। কিন্তু ফিরে এসে তাদের পুরনো সেই ঐক্য আর ফেরত পাননি বুফন, 'যখন আমি ফিরে আসি, রোনালদোর সঙ্গে দুই বছর কাজ করি এবং আমরা একত্রে ভালোই করেছি, কিন্তু আমি মনে করি জুভ তখন একটি দল হওয়ার সেই ডিএনএ হারিয়েছিল।'

এর আগে তারা একটি দল হিসেবে ঐক্যবদ্ধ ছিলেন জানিয়ে বলেন, '২০১৭ সালে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিলাম কারণ আমরা অভিজ্ঞতায় পূর্ণ একটি দল ছিলাম। সর্বোপরি আমরা একক ইউনিট ছিলাম এবং গ্রুপের মধ্যে প্রতিযোগিতা ছিল যা খুব শক্তিশালী ছিল। কিন্তু রোনালদোর সঙ্গে আমরা সে সব কিছু হারিয়েছিলাম।'

যদিও পরিসংখ্যানটা ভিন্ন রকম। রোনালদো জুভেন্টাস ছেড়ে আসার পরও ২০২১ সালে দলটির সর্বোচ্চ গোলদাতা এ পর্তুগিজই। সিরিআ'র সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন গত মৌসুমে। সবমিলিয়ে গত তিন মৌসুমে দলটির সেরা পারফর্মার তিনিই।

বুফনের অভিযোগ এই সাফল্যকে কেন্দ্র করেই। রোনালদো আসার পর পুরো দল তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে কারণে ব্যক্তিগত সফল হন রোনালদো। কিন্তু দলের অন্য সকল খেলোয়াড় নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলেন। তার প্রভাব পড়ে তাদের পারফরম্যান্সেও। তাই রোনালদোকে প্রাধান্য দেওয়ার খেসারতে দল ঐক্য হারালে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তারা।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago