রোনালদোর গোলে নরউইচকে হারাল ম্যানইউ

প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানির দল। কিন্তু তারপরও তেমন জমাট কোনো আক্রমণ করতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো সমান তালেই লড়ছিল নরউইচ সিটি। তবে শেষ পর্যন্ত ক্রিস্তিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

নরফোকে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ রালফ রাংনিকের অধীনে টানা দ্বিতীয় জয় পেল দলটি।

এ জয়ে ১৬ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ইউনাইটেডের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে নরউইচের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

এদিন মাঝ মাঠের দখল প্রায় সমান সমানই ছিল। ৫৩ শতাংশ সময় বল দখলে রাখে ইউনাইটেড। শট নেয় ১৩টী। যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে স্বাগতিকরাও।

এদিন ম্যাচের প্রথম আধা ঘণ্টায় বলার মতো তেমন জোরালো কোন আক্রমণ করতে পারেনি কোনো দলই। তবে চতুর্দশ মিনিটে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে দিক পাল্টে বারপোস্টে লেগে ফিরে আসে।

৩৭তম মিনিটে স্কট ম্যাকটমিনির কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ভালো শট নিয়েছিলেন রোনালদো। তবে ঝাঁপিয়ে তার শট ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি নরউইচ গোলরক্ষক টিম ক্রালের। তবে প্রথমার্ধের শেষ দিকে অসাধারণ এক সেভ করেন ক্রাল। জ্যাডন সাঞ্চোর ক্রস থেকে দারুণ এক হেড নিয়েছিলেন হ্যারি মাগুইর। লাফিয়ে উঠে দারুণ দক্ষতায় সে যাত্রা দলকে বাঁচান এ ডাচ গোলরক্ষক।

৫৬তম মিনিটে গোল পেতে পারতো নরউইচও। লুকাস রুপের পাস থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন টিমু পুক্কি। ঝাঁপিয়ে কোনোমতে ক্রসবারের ওপর দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দাভিদ দে গিয়া। চার মিনিট পর মার্কাস র‌্যাশফোর্ডের শট অল্পের জন্য বারপোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশা বাড়ে ইউনাইটেডের।

৭৫তম মিনিটে রোনালদোর সফল স্পট কিক থেকে এগিয়ে যায় ইউনাইটেড। ডি-বক্সের মধ্যে তাকে ডিফেন্ডার ম্যাক্স অ্যারন্স ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ ছিল স্বাগতিকদের। বিলি গিলমোরের ক্রস থেকে ওজান কাবাকের হেড ঝাঁপিয়ে ফেরান দি গেয়া। ৮৬তম মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন রোনালদো।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার জন্য বেশ চাপ সৃষ্টি করেছিল নরউইচ। তবে গোলরক্ষক দে হেয়ার দারুণ কিছু সেভে ম্যাচে ফিরতে পারেনি তারা। স্বস্তির জয় পায় ইউনাইটেড।

Comments

The Daily Star  | English

More than 100 detained so far in Gopalganj joint forces drive: police

Videos of the incidents of violence in the southern district yesterday are being collected and analysed to identify perpetrators

3h ago