রোনালদোর ‘সেঞ্চুরির’ দিনে ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের আশা ফিকে

Cristiano Ronaldo
গোল করে সদ্য প্রয়াত নবজাতক সন্তানকে স্মরণ করছেন রোনালদো। ছবি: টুইটার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলের 'সেঞ্চুরি' করার একদম নাগালে থেকে ম্যাচ শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলকে খেলায় ফেরানো গোল দিয়ে তিনি সেই কাজটা করে ফেলেন প্রথমার্ধ্বেই। তবে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টির মিসের পর আরও এক গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল ইউনাইটেড।

শনিবার আর্সেনালের ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের পর প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে চরম দুঃসময় পার করা দলটি। দারুণ জয়ে টেবিলের চারে উঠে এসেছে আর্সেনাল। 

নুনো তাভারেসের গোলে ৩ মিনিটে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে বুকায়ো সাকার পেনাল্টির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। দুই মিনিট পর ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে শততম গোল করে দলকে খেলায় ফেরান রোনালদো।

বিরতির পর পেনাল্টি পেয়েও ব্রুনোর মিসে হতাশ হয় ইউনাইটেড। ৭০ মিনিটে দূরপাল্লার চোখ ধাঁধানো শটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন গ্রানিথ শাকা।

 

পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ৭টি শট নেয় আর্সেনাল, যার পাঁচটি ছিল লক্ষ্যে। গোল আসে তিনটি। অন্যদিকে ৪৪ শতাংশ বল দখলে রাখা ইউনাইটেডের ৬ শটের ৫টা লক্ষ্যে থাকলেও তারা গোল পেয়েছে কেবল একটি।

খেলার তৃতীয় মিনিটেই রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। বা দিক থেকে আসা ক্রস   বক্সের মধ্যে রাফায়েল ভারানে ও অ্যালেক্স টেলেস কেউই ধরতে পারেননি। শাকা বল পেয়ে শট মারলে তা ফেরান ডেভিড ডি হেয়া। কিন্তু ফিরতি বল এসে পড়ে তাভারেসের সামনে। এগিয়ে যায় আর্সেনাল।

তিন মিনিট পরই পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছিলেন রোনালদো। তাকে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৩১ মিইনিটে সাকাকে ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন টেলেস। পেনান্টি থেকে দলের ব্যবধান বাড়ান তিনি।

দুই মিনিট পরই খেলায় ফিরে ইউনাইটেড। নুনেঞ্জা ম্যাটিক দারুণ এক ক্রস বাড়ান বক্সে। রোনালদো জায়গামতো থেকে তা গোলে পরিণত করেন।

বিরতির পর খেলায় ফিরতি মরিয়া হয়ে উঠে ইউনাইটেড। বাড়ায় আক্রমণের ধার। ৫৭ মিনিটে এসেছিল সুযোগ। ম্যাটিককে প্রতিপক্ষের খেলোয়াড় বক্সে ফেলে দিলে ভিএআরে পেনাল্টি পায় রেড ডেভিলরা।

রোনালদো থাকতেও পেনাল্টি নিতে আসেন ব্রুনো। তার নেওয়া দুর্বল শট গিয়ে লাগে ডান পাশের বারে। হতাশায় পুড়ে পুরো দল। দুই মিনিট পর রোনালদো বল জালে জড়ালেও অফ সাইডে তা বাতিল হয়ে যায়।

৭০ মিনিটে শেষ পেরেক ঠুকে দেন শাকা। প্রায় ৩০ গজ দূর থেকে তীব্র গতির শটে গোল করে উল্লাসে মাতেন তিনি।

এই জয়ে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রোনালদোর দল।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

1h ago