রোনালদো বিক্রির জন্য নয়, জানিয়ে দিল ইউনাইটেড

বেশ কিছু দিন থেকেই ফুটবল মহলে জোর গুঞ্জন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর ক্লাবটিও তাকে ছেড়ে দিতে প্রস্তুত। অবশেষে এ সব গুঞ্জনের ইতি টানলেন দলের প্রধান কোচ এরিক টেন হাগ। রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন এ ডাচ কোচ।
প্রাক-মৌসুমের ম্যাচের জন্য ইউনাইটেডের সঙ্গে থাইল্যান্ড সফরে যাননি ৩৭ বছর বয়সী এ তারকা। সে বিষয়টি খোলাসা করে টেন হাগ বলেন, 'সে (রোনালদো) আমাদের সঙ্গে নেই ব্যক্তিগত কারণে। এ মৌসুমে আমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই পরিকল্পনা করছি, এটাই শেষ কথা।'
রোনালদো বিক্রির জন্য নয় জানিয়ে আরও বলেন, 'আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখ্যে আছি। ক্রিস্তিয়ানো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায় ভালো করেই আছে। আমরা সম্মিলিতভাবে সফল হতে চাই।'
তবে প্রাক-মৌসুমে দলের সঙ্গে না থাকা এবং এর আগে ক্যারিংটনে দলের অনুশীলনে যোগ না দেওয়ার কারণে রোনালদোর দল ছাড়ার গুঞ্জন চাউর হয়। অথচ পর্তুগাল জাতীয় দলের হেডকোয়ার্টারে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এ তারকা।
এদিকে রোনালদোর দল ছাড়ার গুঞ্জন থামছেই না। সম্ভাব্য গন্তব্য হিসেবে ইউনাইটেডের অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের শোনা যাচ্ছে জোরেশোরে। তালিকায় আছে আরও বেশ কিছু নাম। যদিও বায়ার্ন রোনালদোকে কিনবে না বলে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে।
জুভেন্টাস থেকে গত মৌসুমের শুরুতে দুই বছরের চুক্তিতে ফের ইউনাইটেডে যোগ দেন রোনালদো। দ্বিতীয় মেয়াদেও দারুণ সফল এ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে করেছেন ২৪ গোল। দলের হয়ে সর্বোচ্চ।
Comments