রোমাঞ্চকর দুই গোলে রোনালদোর বিশ্ব রেকর্ড

Cristiano Ronaldo
ছবি: সংগ্রহ

শুরুতে পেনাল্টি মিস করেছিলেন, হেরে যাওয়ার শঙ্কায় পড়েছিল দলও। কিন্তু হেডে শেষ মুহূর্তে পর পর  দুই গোল করে পর্তুগালকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হয়ে গেল বিশ্ব রেকর্ডও। ইরানের আলি দাইকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন এই পর্তুগিজ তারকা।

গত ইউরো কাপের আসরেই ৫ গোল করে দাইয়িকে স্পর্শ করেছিলেন। ছাড়িয়ে গিয়ে চূড়ায় উঠার অপেক্ষার অবসান ফুরালো মাস দুয়েক পর।  বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে শেষের রোমাঞ্চে ২-১ গোলে হারায় পর্তুগাল। জয়সূচক দুই গোলই এসেছে রোনালদোর মাথা থেকে।

৮৯ মিনিটে গাঞ্জালো গেদেসের ক্রস লাফিয়ে জালে ঢুকান রোনালদো। দল সমতায় ফেরার সঙ্গে তারও রেকর্ড হয়ে যায়। কিন্তু ঠিকমতো উদযাপনের অবস্থা ছিল না। যোগ করা সময়ের একদম শেষ দিকে আবার রোনালদো ম্যাজিক। এবার ডানদিক থেকে জোয়াও মারিওর ক্রস থেকে ফের হেডে গোল করে উল্লাসে মাতেন তিনি। অথচ শুরুতে তার দুর্বল স্পট কিক আভাস দিচ্ছিল এক হতাশাময় ম্যাচের। পরে দারুণ নৈপুণ্য দেখানোয় সেটাই হয়ে উঠল আলো ঝলমলে।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল এখন ১১১। ১০৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন দাইয়ি।

ইউরো কাপে সর্বোচ্চ ১৪ গোলও তার। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর আছে ২১ গোলের রেকর্ড। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগেরও সর্বোচ্চ গোলদাতা সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই তারকা।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago