লাল কার্ড পেয়ে রামোস বললেন, 'দিনটি শেখার জন্য'

পিএসজি ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো হয়নি সার্জিও রামোসের। চোটের কারণে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে সময় লেগেছে পাঁচ মাস। ওই ম্যাচ খেলে আবার নতুন চোটে থাকতে হয় মাঠের বাইরে। সুস্থ হয়ে ফিরলেও তার সঙ্গী হয়েছে নিষেধাজ্ঞা। লরিয়েঁর বিপক্ষে পিএসজির হয়ে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন। তবে এ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানে দুর্বল প্রতিপক্ষ লরিয়েঁর মাঠে ১-১ গোল ড্র করেছে প্যারিসিয়ানরা। নেইমার-কিলিয়ান এমবাপেদের অনুপস্থিতিতে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে সমতাসূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আশরাফ হাকিমির ক্রসে লক্ষ্যভেদ করে সফরকারীদের স্বস্তি দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। এর আগে ম্যাচের ৮৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের তারকা ডিফেন্ডার রামোস।
পিএসজির শুরুর একাদশে ছিলেন না ৩৫ বছর বয়সী রামোস। প্রথমার্ধে শেষদিকে তারা পিছিয়ে পড়েছিল তমাস মঁকঁদুইতের গোলে। বিরতির পর নুনো মেন্দেসের জায়গায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রামোসকে নামান কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু চার মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড বিপদ বাড়িয়ে দেখে মাঠ ছাড়েন তিনি। ৮২তম মিনিটে এঞ্জো লে ফিকে ফাউল করে প্রথম কার্ড পান রামোস। এরপর ৮৬তম মিনিটে তেরেম মফিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ জোটে তার।
পিএসজির জার্সিতে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লাল কার্ড দেখেছেন রামোস। সব মিলিয়ে এটি তার ফুটবল ক্যারিয়ারের ২৭তম লাল কার্ড। পিছিয়ে থাকা অবস্থায় দশ জনের দলে পরিণত হওয়ায় হারের শঙ্কা জোরালো হয়েছিল প্যারিসিয়ানদের। তবে শেষ মুহূর্তে তাদের উদ্ধার করেন ইকার্দি।
লিগ ওয়ানের পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা লরিয়েঁর সঙ্গে ড্রয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রামোস লিখেছেন, 'আজকের দিনটি শেখার জন্য একটি নতুন দিন, আগামীকালের দিনটি উন্নতির জন্য একটি নতুন দিন। সব সময় সামনে এগিয়ে যেতে হবে।'
স্বদেশি পরাশক্তি রিয়াল ছেড়ে চলতি মৌসুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছেন রামোস। তখন থেকেই চোট পিছু ছাড়ছিল না তার। মাঝে ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, চোটের ছোবল থেকে বেরোতে না পারায় তার সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে পিএসজি। সেই সংশয় উড়িয়ে মাঠে ফিরেছেন তিনি। যদিও তৃতীয় ম্যাচেই লাল কার্ডের হতাশায় পুড়তে হয়েছে তাকে।
Comments