লিগ ওয়ানের সেরা একাদশে নেই মেসি-নেইমার

চলতি মৌসুমের শুরুটাই হয় দুঃস্বপ্ন দিয়ে। হুট করে তাকে বিদায় জানিয়ে দেয় বার্সেলোনা। দল-বদল করে যোগ দেন লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে। নতুন ক্লাবে সে অর্থে মানিয়ে নিতে পারেননি লিওনেল মেসি। মাঠের খেলায় তার প্রভাব স্পষ্ট। ফলে লিগ ওয়ানের সেরা একাদশে জায়গা হয়নি এ আর্জেন্টাইন তারকার। তার সঙ্গে জায়গা মিলেনি সতীর্থ নেইমারেরও।
আগের দিন ২০২১-২২ মৌসুমের লিগ ওয়ান ও লিগ টুয়ের খেলোয়াড়দের নিয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিস ইউএনএফপি ডু ফুটবলের একাদশ ঘোষণা করে ক্যানেল প্লাস। সেখানে মেসি ও নেইমার না থাকলেও রয়েছেন তাদের সতীর্থ কিলিয়ান এমবাপে। ইউএনএফপির বর্ষসেরা খেলোয়াড়ই নির্বাচিত হয়েছেন তিনি।
এ মৌসুমে লিগ ওয়ানে মোট ২৫টি ম্যাচ খেলেছেন মেসি। তাতে গোল করতে পেরেছেন ৬টি। তবে ১৩টি গোলের অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৭টি ম্যাচে ৫ গোল করেন সাবেক বার্সা তারকা।
মেসি নিজের মতো না খেলতে না পারলেও দারুণ খেলেছেন নেইমার। লিগে ২১টি ম্যাচে খেলে গোল করেছেন ১২টি। একই সঙ্গে ৬টি গোলে সহায়তা করেছেন তিনি। এ মৌসুমে দারুণ খেলা মার্কো ভেরাত্তির যাওয়া না পাওয়াও চমকের সৃষ্টি করেছে।
এছাড়া আছেন দুই ডিফেন্ডার নুনো ম্যান্ডেস ও মার্কুইনহোস। আছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাও। সবমিলিয়ে পিএসজির রয়েছেন চার জন।
দোনারুমার জায়গা পাওয়া কিছুটা চমকই ছিল। কেইলর নাভাসের কারণে মৌসুমের অনেক ম্যাচেই তাকে থাকতে হয়েছে বেঞ্চে। লিগে ১৬ ম্যাচে মাঠে নেমে পাঁচটি ক্লিনশিট রাখেন তিনি। সবমিলিয়ে ২৩ ম্যাচ খেলে ক্লিনশিট রেখেছেন নয় ম্যাচে।
Comments