লিভারপুলের জয়ে সালাহ-মানে জুটির কীর্তি

ছবি: টুইটার

এই নিয়ে ৩০ বার। লিভারপুলের হয়ে একই ম্যাচে গোল করলেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্লাবের কোনো জুটির এতগুলো ম্যাচে একসঙ্গে জাল খুঁজে নেওয়ার কীর্তি নেই। তাদের স্মরণীয় অর্জনের ম্যাচে পিছিয়ে পড়েও নরউইচ সিটিকে হারাল অলরেডরা। তারা ব্যবধান কমাল আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে।

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের চারটি গোলই হয়েছে বিরতির পর। নরউইচকে এগিয়ে নিয়েছিলেন মিলোত রাসিকা। মানে ও সালাহর পর স্বাগতিকদের বাকি গোলটি করেন লুইজ দিয়াজ।

প্রতিপক্ষের মাঠে শুরুটা উজ্জ্বল ছিল নরউইচের। তবে নিজেদের গুছিয়ে নিয়ে প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণের বন্যা বইয়ে দেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই গোল হজমের পর ফের আক্রমণে মনোযোগী হয় তারা। ১৭ মিনিটের মধ্যে তিনবার সফরকারীদের জালে বল পাঠিয়ে দলটি মাঠ ছাড়ে পূর্ণ পয়েন্ট নিয়ে।

৭০ শতাংশ সময়ে বল পায়ে রাখা লিভারপুল প্রতিপক্ষের গোলমুখে ২৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে আটটি। বিপরীতে, নরউইচের ছয়টি শটের কেবল একটি ছিল লক্ষ্যে।

তৃতীয় মিনিটে রাসিকা পরাস্ত করেছিলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনকে। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। দুই মিনিট পর কন্সতান্তিনোস সিমিকাস খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। ২০তম মিনিটে সালাহ শট গোললাইন থেকে ফেরান নরউইচের গোলরক্ষক অ্যাঙ্গাস গান। ৩৮তম মিনিটে তাকে ফাঁকি দিতে পেরেছিলেন ভার্জিল ভ্যান ডাইক। কিন্তু ফের বাজে অফসাইডের বাঁশি।

গোলশূন্য প্রথমার্ধের পর ভাগ্যের সহায়তায় ম্যাচের ৪৮তম মিনিটে লিড পায় নরউইচ। রাসিকার শট জোয়েল মাতিপের পায়ে লেগে অ্যালিসনের আওতার বাইরে চলে গিয়ে জালে পৌঁছায়। এরপর মরিয়া হয়ে ওঠা লিভারপুল তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায়।

টানা আক্রমণের সফলতা আসে ৬৪তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড মানের নৈপুণ্যে। সিমিকাসের হেডে ডি-বক্সের ভেতর থেকে দর্শনীয় বাই-সাইকেল কিকে গানকে বোকা বানান তিনি। ৬৭তম মিনিটে মিশরের ফরোয়ার্ড সালাহ গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল ঢোকান। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৫০তম গোল। তাকে অ্যাসিস্ট করার কৃতিত্ব দেখান ব্রাজিলের তারকা অ্যালিসন। গোল-কিক থেকে সরাসরি সালাহকে খুঁজে নিয়েছিলেন তিনি।

৮১তম মিনিটে কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াজ নতুন ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করেন। জর্ডান হেন্ডারসনের পাসে বাঁ পায়ের কোণাকুণি শটে জাল কাঁপান তিনি। দুই মিনিট পর তার পাসে মানের শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান আরও বড় হয়নি। 

২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে লিগের দুইয়ে থাকা লিভারপুলের অর্জন ৫৭ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে শিরোপাধারী ম্যান সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা অবশ্য ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে কিছুক্ষণ পরই। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৩০ মিনিটে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা খেলবে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

16m ago