ল্যাম্পার্ডকে কোচ করল এভারটন

দল ব্যর্থ হওয়ায় গত বছর কোচের পদ থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে দিয়েছিল চেলসি। এই এক বছর কোচিংয়ের বাইরে থেকে আবার মূল স্রোতে ফিরছেন ইংল্যান্ডের এক সময়ের বড় তারকা ল্যাম্পার্ড। কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটন।
সোমবার রাতে এক বিবৃতিতে ল্যাম্পার্ডের নিয়োগ নিশ্চিত করে ক্লাবটি। সপ্তাহ দুয়েক আগে ছাঁটাই হওয়া রাফায়েল বেনিতেসের জায়গায় আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই মিডফিল্ডার।
সাম্প্রতিক সময়ে বেনিতেসের অধীনে বেহাল দশা হয় এভারটনের। গত ১৩ ম্যাচে তারা পেয়েছে মাত্র ১ জয়। প্রিমিয়ার লিগ থেকে তারা আছে অবনমনের শঙ্কায়। অথচ বেনিতেস দায়িত্ব নেওয়ার পর প্রথম চার ম্যাচে তিনটাতেই এসেছিল জয়। এরপরই পথ হারিয়ে হতাশায় নিমজ্জিত হয় ক্লাবটি। দল খারাপ করলে ১৬ জানুয়ারি বেনিতেসকে বরখাস্ত করা হয়।
ঠিক এক বছর আগে ২০২১ সালের জানুয়ারিতে চেলসির চাকরি হারিয়েছিলেন ল্যাম্পার্ড। তার জায়গায় চেলসি নিয়োগ দিয়েছিল টমাস টুখেলকে।
এক বছর পর আবার প্রিমিয়ার লিগের কোচিংয়ে দেখা যাবে ল্যাম্পার্ডকে। এভারটনের দায়িত্ব নেওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক ইংলিশ তারকা, 'এভারটনের মতো ঐতিহ্যবাহী ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের ব্যাপার। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।'
প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে মাত্র ৫ জয়, ৪ ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে এভারটন। রেলিগেশনের অনেক দ্বারপ্রান্তে তারা। এই অবস্থায় দলের রেলিগেশন এড়ানোই হবে ল্যাম্পার্ডের প্রথম দায়িত্ব।
Comments