শেষ হচ্ছে পিয়ানিচের দুঃস্বপ্নের বার্সা অধ্যায়?

গত মৌসুমে প্রত্যাশার পারদ চড়িয়ে জুভেন্টাস থেকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন মিরালেম পিয়ানিচ। কিন্তু ক্যাম্প ন্যুতে তার সময়টা কাটছে দুঃস্বপ্নের মতো। এই অধ্যায়ের ইতি অবশ্য ঘটছে চলছে খুব শিগগিরই। সোমবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, চলমান গ্রীষ্মকালীন দলবদলে ইতালিতে ফিরে যাচ্ছেন বসনিয়া-হার্জেগোভিনার মিডফিল্ডার।
জুভেন্টাসে অবশ্য ফেরা হচ্ছে না ৩১ বছর বয়সী পিয়ানিচের। দ্বিতীয় দফায় ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়া মাসিমিলিয়ানো আলেগ্রি তাকে ভীষণ পছন্দ করলেও ইতোমধ্যে তুরিনের বুড়িরা দলে টেনেছে মানুয়েল লোকাতেল্লিকে। ফলে পুনর্মিলন হচ্ছে না পুরনো গুরু-শিষ্যের। আলেগ্রি যখন প্রথম মেয়াদে জুভদের কোচ ছিলেন, তখন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তার অধীনে খেলেছিলেন পিয়ানিচ।
ইতালির দুটি ক্লাব আগ্রহী পিয়ানিচের ব্যাপারে। তারা হলো নাপোলি ও ফিওরেন্তিনা। আরও একটি ক্লাব যুক্ত হতে পারে এই তালিকায়। তবে মার্কার প্রতিবেদন অনুসারে, নাপোলি বা ফিওরেন্তিনাতে যাওয়ার সম্ভাবনাই পিয়ানিচের জোরালো।
বার্সার জার্সিতে সবশেষ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩০টি ম্যাচ খেলেন পিয়ানিচ। তবে কোনো গোল করতে ব্যর্থ হন। নিয়মিত খেলার সুযোগ যেমন তিনি পাননি, তেমনি যখন যখন সুযোগ মিলেছে, তখনও নজরকাড়া কিছু করে দেখাতে পারেননি।
আর্থিক সঙ্কটে থাকা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা চলতি মৌসুমে বিভিন্ন উপায়ে তাদের খরচ কমাচ্ছে। জেরার্দ পিকে বেতন কমিয়েছেন। জর্দি আলবাও ক্লাবের একই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এবার পিয়ানিচকে অন্য কোথাও যেতে দিয়ে তাকে বিশাল অঙ্কের পারিশ্রমিক দেওয়া থেকেও মুক্ত হতে চায় কাতালানরা।
ঠিকমতো সুযোগ পাবেন না জেনে পিয়ানিচও ক্লাব ছাড়তে তৈরি আছেন। তাছাড়া, বার্সার কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনাতেও নেই তিনি। চলতি মৌসুমের স্প্যানিশ লা লিগায় বার্সা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও কোনোটিরই স্কোয়াডে ছিলেন না পিয়ানিচ।
Comments