সবকিছু দিয়েও পারিনি: জিনচেঙ্কো

পুরো ম্যাচে আধিপত্য ছিল ইউক্রনেরই। ২২টি শটও নেয় তারা। কিন্তু ওই গোলটাই বের করতে পারলো না দলটি। দাপুটে খেলেও দুর্ভাগ্য জনক একটি গোলই দিল ম্যাচের পার্থক্য গড়ে। এমন ম্যাচে হারের পর কান্নায় ভেঙে পড়েন দলের অন্যতম সেরা তারকা ওলেকজান্ডার জিনচেঙ্কো। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও ম্যাচ হেরে যাওয়ায় কষ্টটা বেশি তার।

রোববার কার্ডিফে কাতার বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফ ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে ওয়েলস। ম্যাচের একমাত্র গোলের নায়ক গ্যারেথ বেল। তার ফ্রি-কিক আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর মাথায় লেগে দিক বদলে জালে প্রবেশ করে। তাতেই শেষ হয়ে যায় ইউক্রেনের স্বপ্ন।

অথচ এদিন মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল ইউক্রেনের দখলেই। ৬৮ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। ২২টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি তারা। দুর্দান্ত ৯টি সেভ করে তাদের কাঁদান ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। অন্যদিকে ১০ শটের ৩টি লক্ষ্যে রেখেই গোল আদায় করে নেয় বেলের দল।

এমন ম্যাচ হারটা তাদের প্রাপ্য ছিল না বলেই জানান জিনচেঙ্কো, 'আমরা প্রত্যেকেই আজ আমাদের সবকিছু দিয়েছি, আমরা সবকিছুই মাঠে রেখে এসেছি। সাধারণভাবে আমি মনে করি না যে হারটা আমাদের প্রাপ্য, তবে এটা ফুটবল, এটা ঘটে। ফুটবল আবেগের বিষয়, আমরা আমাদের ভক্তদের জন্য কিছু দারুণ আবেগ আনতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমরা যা চেয়েছিলাম তা পাইনি।'

ফুটবল ছাপিয়ে উঠে আসে যুদ্ধের প্রসঙ্গও। সবাইকে একত্রে থাকার আহ্বান জানান এ ম্যানসিটি তারকা, 'প্রত্যেকেরই লড়াই চালিয়ে যেতে হবে, ফুটবলার হিসাবে আমাদের আমাদের দেশের সেরা প্রতিনিধিত্ব করতে হবে। সবাইকে শান্তিতে থাকতে হবে এবং আমাদের যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। আজ এটি ইউক্রেন, কিন্তু আগামীকাল কে জানে? আমাদের একত্রে থাকতে হবে।'

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago