সাম্পাদোরিয়াকে হারাল জুভেন্টাস, ইনজুরিতে দিবালা

সিরিআয় চলতি মৌসুমের শুরুটা বেশ বিবর্ণই ছিল জুভেন্টাসের। প্রথম চার ম্যাচে ছিল না কোনো জয়। ঘরের মাঠেও সংগ্রাম করছিল দলটি। তবে অবশেষে অস্বস্তির দিনগুলো পেছনে ফেলতে পেরেছে দলটি। স্পেৎজিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর এদিন সাম্পাদোরিয়ার বিপক্ষেও জিতেছে দলটি। ঘরের মাঠে চলতি মৌসুমে এটাই তাদের প্রথম জয়।
রোববার তোরিনোর অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে সাম্পাদোরিয়ার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় জুভেন্টাস। দলের হয়ে একটি করে গোল করেছেন পাওলো দিবালা, লিওনার্দো বোনুচ্চি ও ম্যানুয়েল লোকেতেল্লি। সাম্পাদোরিয়ার হয়ে গোল দুটি করেন আন্তিনিও কান্দ্রেভা ও মায়া ইউশিদা।
ছয় ম্যাচে জুভেন্টাসের এটা দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে দলটি। ১৪তম স্থানে থাকা সাম্পাদোরিয়ার সংগ্রহ ৫ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। এক ম্যাচে কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
টানা দ্বিতীয় জয়ের দিনও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি জুভ শিবির। কারণ দলের অন্যতম সেরা তারকা দিবালা মাঠ ছেড়েছেন অশ্রুসিক্ত নয়নে। ২২তম মিনিটে পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এ আর্জেন্টাইন।
বলের দখলে অবশ্য এদিন দুই দলই ছিল সমান। সমান ৫০ শতাংশ সময় বল ছিল দল দুটির নিয়ন্ত্রণে। তবে মোট ১৬টি শট নিতে পারে জুভেন্টাস। যার ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সাম্পাদোরিয়ার নেওয়া ৫টি শটের তিনটি ছিল লক্ষ্যে।
এদিন ম্যাচের দশম মিনিটে অসাধারণ এক গোলে জুভেন্টাসকে গিয়ে দেন দিবালা। কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে পা পায়ের গড়ানো ভলিতে বল জালে পাঠান এ আর্জেন্টাইন তারকা। তবে এর কিছুক্ষণ পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
৪৩তম মিনিটে বোনুচ্চির সফল স্পটকিকে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। ফেদেরিকো চেইসার জোরালো শট ডি-বক্সের মধ্যে নিকোলা মুরু হাত দিয়ে ঠেকালে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। অবশ্য পরের মিনিটেই ব্যবধান কমায় অতিথিরা। কানদ্রেভার ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ইউশিদা।
৫৭তম মিনিটে ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডি-বক্সের মধ্যে লোকেতেল্লিকে দারুণ এক কাট ব্যাক করেছিলেন দেজান কুলুসেভস্কি। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি লোকেতেল্লির। এরপর ৮৩তম মিনিটে ব্যবধান কমান কানদ্রেভা। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয়ই পায় ওল্ড লেডিরা।
Comments