সালাহর রেকর্ড, বড় জয়ে লিভারপুলের শুভ সূচনা

ছবি: টুইটার

সতীর্থদের দুটি গোলে অবদান রাখার পর নিজেও জালের ঠিকানা খুঁজে নিলেন মোহামেদ সালাহ। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ মৌসুমের প্রথম ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মিশরের ফরোয়ার্ড। তার নজরকাড়া পারফরম্যান্সে নরউইচ সিটিকে উড়িয়ে দিল লিভারপুল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফলে নতুন মৌসুমে শুভ সূচনা হয়েছে ২০১৯-২০ আসরের চ্যাম্পিয়নদের। অলরেডদের বাকি দুই গোলদাতা হলেন দিয়োগো জোতা ও রবার্তো ফিরমিনো।

ক্যারো রোডে বল দখলের লড়াইয়ে দুই দল ছিল সমানে সমান। লিভারপুল অবশ্য আক্রমণে এগিয়ে ছিল। তারা গোলমুখে ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে আটটি। নরউইচও কম যায়নি আক্রমণে। যদিও তারা ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে মোটে তিনটি। তবে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বাধা হয়ে না দাঁড়ালে জালের দেখা পেত তারা।

বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৬তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ডি-বক্সে খুঁজে নিয়েছিলেন সালাহকে। তিনি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেও সৌভাগ্যক্রমে বল চলে যায় জোতার কাছে। বাকিটা সারতে ভুল করেননি পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে তালগোল পাকানোর পরও সালাহ পান অ্যাসিস্টের স্বীকৃতি।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সফরকারীরা ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। পাল্টা আক্রমণে সাদিও মানের শট আটকে দিয়েছিলেন প্রতিপক্ষ ডিফেন্ডার গ্রান্ট হেনলি। কিন্তু বল গিয়ে পড়ে সালাহর পায়ে। তার পাসে আলতো ছোঁয়া লাগিয়ে নরউইচ গোলরক্ষক টিম ক্রুলকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

৭৪তম মিনিটে রেকর্ড বইতে নাম উঠিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন সালাহ। সতীর্থের কর্নার প্রতিহত হওয়ার পর ডি-বক্সের প্রান্তে বল পান তিনি। এরপর নরউইচের দুই ডিফেন্ডারের মাঝে দিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ক্রুল ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি বলের।

৮৭তম মিনিটে জোড়া সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত করেন ব্রাজিলিয়ান অ্যালিসন। ছয় গজের বক্সের ভেতরে ফাঁকায় থাকা বেন গিবসনের শট ফিরিয়ে দেওয়ার পর অ্যাডাম ইডাহর ফিরতি প্রচেষ্টাও রুখে দেন তিনি। তাতে জাল অক্ষত রেখে ম্যাচ শেষ করে লিভারপুল।

রাতের আগের ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে একই ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে টমাস টুখেলের চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের হয়ে প্রথমার্ধে গোল করেন মার্কোস আলোনসো ও ক্রিস্টিয়ান পুলিসিক। দ্বিতীয়ার্ধে ব্লুজরা ব্যবধান বাড়ায় ট্রেভো চালোবাহর লক্ষ্যভেদে।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

39m ago