সিটি ছেড়ে চেলসিতে স্টার্লিং

RAHEEM STERLING
চেলসির অনুশীলনে স্টার্লিং

গ্যাব্রিয়েল জেসুসের পর ম্যানচেস্টার সিটি ছাড়লেন রাহিম স্টার্লিংও। এই ইংলিশ ফরোয়ার্ড যোগ দিলেন চেলসিতে। আগামী পাঁচ বছর চেলসির জার্সিতে দেখা যাবে তাকে।

সিটি ও চেলসি উভয় ক্লাব বিবৃতি দিয়ে স্টার্লিংয়ের দল বদলের খবর নিশ্চিত করেছে। চেলসিতে নাম লিখিয়ে লঞ্জ অ্যাঞ্জেলসে দলটির অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। 

পাঁচ বছরের চুক্তিতে স্টার্লিং চেলসিতে যোগ দিলেও ট্রান্সফার ফির বিষয়টি খোলাসা করা হয়নি। তবে কয়েকটি গণমাধ্যমের খবর পাঁচ কোটি পাউন্ড খরচ করে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি দলে নিয়েছে এই তারকাকে।

সিটির পাঠানো বিবৃতিতে স্টার্লিং জানান সাত বছরের অর্জনকে ধারণ করে সামনে এগিয়ে যেতে রোমাঞ্চিত তিনি, 'ক্যারিয়ারে সিটির হয়ে আমি অনেক কিছু অর্জন করেছি। অনেক কিছু পাওয়ার বাকি আছে। চেলসির জার্সিতে তা করতে মুখিয়ে আছি।'

চেলসিতে যোগ দেওয়ায় ম্যানচেস্টার ছেড়ে নিজ শহর লন্ডনে ফেরারও সুযোগ পাচ্ছেন ২৭ বছর বয়েসী ফরোয়ার্ড। সেকারণেই রোমাঞ্চ স্পর্শ করে যাচ্ছে তাকে, 'লন্ডন আমার বাড়ি। এখানে সবকিছুর শুরু হয়েছিল। পরিবার ও বন্ধুদের সামনে প্রতি সপ্তাহে খেলার সুযোগ পাব।'

২০১৫ সালে চার কোটি ৯০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুল ছেড়ে সিটিতে যোগ দিয়েছিলেন স্টার্লিং। এই সাত বছরে দলটির হয়ে সব মিলিয়ে ৩৩৯ ম্যাচে করেছেন ১৩১ গোল।

এবারের দল বদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হলান্ডকে দলে নেয় সিটি। এরপর সিটি ছেড়ে আর্সেনালে পাড়ি দেন ব্রাজিলিয়ান তারকা জেসুস। এবার স্টালিংও খুঁজে নিলেন নতুন ঠিকানা। 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

4h ago