সিরিআয় প্রথম জয় পেল জুভেন্টাস

শুরুতে পিছিয়ে পড়লেও পরে এগিয়ে গিয়েছিল স্পেৎসিয়া। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো দুটি গোল আদায় করে দারুণ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ফলে সিরি আয় চলতি মৌসুমের প্রথম জয় পেল ইতালিয়ান জায়ান্ট দলটি।
বুধবার লা স্পেৎসিয়ায় সিরি আর ম্যাচে স্বাগতিকদের ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে একটি করে গোল দিয়েছেন ময়েজ কিন, ফেদেরিকো চেইসা ও মাতাইস ডি লিখট। স্পেজিয়ার হয়ে গোলদুটি করেন এমানুয়েল জিয়াসি ও জানিস আন্তিস্তি।
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া এবার সিরি আয় শুরু থেকেই ধুঁকছিল জুভেন্টাস। প্রথম চার ম্যাচে কোনো জয় পায়নি দলটি। দুটিতেই হেরেই যায় তারা, অপর দুটি ড্র। ফলে এক প্রকার পয়েন্ট তালিকার তলানিতেই ছিল দলটি। এ জয়ের ৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে দলটি। ১৭তম স্থানে থাকা স্পেৎসিয়ার সংগ্রহ ৪। পাঁচ ম্যাচে সমান ১৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে দুই মিলান।
এদিন ম্যাচের ৬০ শতাংশ বল দখলে ছিল জুভেন্টাসের। মোট ২৬টি শটের নয়টি ছিল লক্ষ্যে। স্পেৎসিয়া শট নেয় ১০টি, যার পাঁচটি লক্ষ্যে ছিল।
ম্যাচের ২৮তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন কিন। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল হেডে কিনকে দিয়েছিলেন আদ্রিওঁ রাবিও। বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এ ইতালিয়ান ফরোয়ার্ড।
অবশ্য পাঁচ মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকরা। দুর্দান্ত এক গোল দেন জিয়াসি। দানিয়েল ভের্দের শট কোণাকোণি শট ঠেকালে বাঁ প্রান্তে বল পেয়ে যান তিনি। জায়গা বানিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। লিগে এ নিয়ে টানা ১৯ ম্যাচে গোল হজম করল জুভেন্টাস। এর আগে ১৯৫৫ সালে টানা ২১ ম্যাচে গোল হজম করেছিল তারা।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় স্পেৎসিয়া। নিজেদের অর্ধ থেকে জিওলিও মাগিওরের পাস ধরে বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে গোলটি দারুণ এক কোণাকোণি শটে গোলরক্ষককে পরাস্ত করেন আন্তিস্তি।
৬৬তম মিনিটে সমতা ফেরায় জুভেন্টাস। ডি-বক্সে আলভারো মোতারার চেষ্টা ব্যর্থ করে দেন স্পেৎসিয়ার ডিফেন্ডাররা। জটলার মধ্যে বল পেয়ে যান চিয়েসা। এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এ ইতালিয়ান তরুণ।
ছয় মিনিট পর জয়সূচক গোলটি করেন ডি লিখট। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। বলে নিচু শটে লক্ষ্যভেদ করেন এ ডাচ ডিফেন্ডার। এরপর আর গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
Comments