সিরি আতে গেলে দি মারিয়া হবেন ম্যারাডোনা, মত বুফনের

আনহেল দি মারিয়ার ইতালিয়ান সিরি আর ক্লাব জুভেন্তাসে যোগ দেওয়ার গুঞ্জন চড়া। যদিও বার্সেলোনার সঙ্গেও নাম জড়িয়েছে এই আর্জেন্টাইন উইঙ্গারের। তবে অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন মনে করেন, দি মারিয়া যদি সিরি আতে পাড়ি জমান, তাহলে তিনি হবেন প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতো। কারণ, ইতালির সর্বোচ্চ লিগের বর্তমান মান বিবেচনায় দি মারিয়ার টেকনিক অনেক উঁচুতে।
ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজির সঙ্গে দি মারিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসে। দুই পক্ষের মধ্যে নতুন করে আর কোনো চুক্তি হচ্ছে না। কিছুদিন আগে দি মারিয়াকে উদ্দেশ্য করে আবগঘন বিদায়ী বার্তাও দিয়েছে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটি। তার নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে জুভেন্তাস ও স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার নাম।
দি মারিয়ার সঙ্গে অতীতে একই ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে বুফনের। ২০১৮-১৯ মৌসুমটা তিনি কাটিয়েছিলেন পিএসজিতে। ফলে দি মারিয়ার দক্ষতা খুব কাছ থেকে পরখ করার সুযোগ হয়েছে তার। আর সেকারণেই তুলনা দিতে গিয়ে তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার ম্যারাডোনার নাম টেনেছেন বুফন। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিরি আর আরেক শীর্ষস্থানীয় ক্লাব নাপোলিতে খেলেছিলেন ম্যারাডোনা। সেসময় অবধারিতভাবে তিনি ছিলেন লিগের সবচেয়ে বড় তারকা।
ইতালির জার্সিতে ২০০৬ বিশ্বকাপের শিরোপা জেতা বুফন স্বদেশি গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তকে জানিয়েছেন, টেকনিক ও সিরি আর বর্তমান হাল, এই দুই মানদণ্ডের আলোকে দি মারিয়া হতে পারেন ম্যারাডোনার মতো, 'এই মুহূর্তে সিরি আতে দি মারিয়া হবেন ম্যারাডোনার মতো। স্পষ্ট করে বলতে পেরেছি? ফুটবলারদের বিচার করতে হবে তারা কোথায় খেলছে সেটার ভিত্তিতে। এখনকার সিরি আ টেকনিক্যাল দিক থেকে আগের চেয়ে পিছিয়ে। আর আনহেল টেকনিক অনেক উঁচুতে।'
৩৪ বছর বয়সী দি মারিয়ার নানা রকমের দক্ষতার বর্ণনায় পার্মায় খেলা বুফন বলেছেন, 'সে গোলমুখে গিয়ে পার্থক্য গড়ে দিতে পারে। সে ড্রিবল করে সহজেই প্রতিপক্ষকে এড়িয়ে যেতে পারে। সে অ্যাসিস্ট করার ক্ষেত্রেও দক্ষ। মাঠে সে উপর থেকে নিচ পর্যন্ত দৌড়ে থাকে। বিভিন্ন ভূমিকায় সে খেলতে পারে। সংক্ষেপে বললে, সে একজন পরিপূর্ণ ফুটবল খেলোয়াড়।'
দি মারিয়া ও ম্যারাডোনাকে মিলিয়ে বুফনের করা দাবি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। প্রশ্ন রয়েছে আরও। দি মারিয়া তার ক্যারিয়ারের সেরা সময়টা সম্ভবত পেছনে ফেলে এসেছেন। সবশেষ মৌসুমে পিএসজির একাদশে নিয়মিত জায়গাও পাননি তিনি। আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে গড়া 'ত্রয়ী'র কারণে তাকে থাকতে হয়েছে বেঞ্চে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলার সুযোগ পেয়ে মাত্র ৫ গোল ও ৯ অ্যাসিস্ট করেন তিনি।
বুফন অবশ্য বয়সের ভারের ওপর জোর দিতে নারাজ। এই আলাপে নিজের খেলা চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেছেন তিনি, 'আমার বয়স ৪৪ বছর। তবে এখনও আমি খেলে যাচ্ছি। বয়স কোনো ব্যাপার না। প্রেরণা ও তাড়না এটার চেয়ে অনেক বেশি জরুরি। একাগ্রতার ক্ষেত্রেও একই কথা খাটে। যদি দি মারিয়া জুভেন্তাসে যোগ দেয়, এর মানে হলো সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'
Comments