সুয়ারেজের কাছেই হারল বার্সেলোনা

একটি গোল করলেন। অপরটি করলেন। বার্সেলোনাকে হারানোর মূল নায়ক লুইস সুয়ারেজই। এ সাবেক বার্সা তারকার নৈপুণ্যেই আরও একটি অসাধারণ জয় পেল অ্যাতলেতিকো মাদ্রিদ। অবশ্য দারুণ পারফরম্যান্স করেছেন থমাস লেমারও।
শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোতে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেছেন লেমার ও সুয়ারেজ।
এদিন ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি করে এগিয়ে যায় অ্যাতলেতিকো। দ্বিতীয়ার্ধে পাল্টা জবাব দেওয়া তো দূরের কথা ধারহীন আক্রমণে প্রতিপক্ষকে খুব একটা অসুবিধাতেও ফেলতে পারেনি রোনাল্ড কোমানের দল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বড় করতে পারতো অ্যাতলেতিকো।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। মার্কোস লোরেন্তের সঙ্গে দেওয়া নেওয়া করে দূরপাল্লার অসাধারণ এক শট নিয়েছিলেন লেমার। তবে অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। আট মিনিট পর লেমারের সঙ্গে দেওয়া নেওয়া করে দারুণ শট নিয়েছিলেন জোয়াও ফেলিক্স। তার শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।।
তবে ২৩তম মিনিটে ঠিকই জাল খুঁজে নেয় দলটি। ফেলিক্সের কাছ থকে বল পেয়ে বাঁ প্রান্তে লেমারের উদ্দেশ্যে বল বাড়ান সুয়ারেজ। বল ধরে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসি মিডফিল্ডার। গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেনের গায়ে লাগলেও শেষ রক্ষা হয়নি।
২৭তম মিনিটে সমতায় ফিরতে পারতো বার্সা। ডি ইয়ংয়ের শট অ্যাতলেতিকোর এক ডিফেন্ডার হেড করে ঠিকভাবে ফেরাতে না পারলে ডি-বক্সের সামনে বল পেয়ে বুলেট গতির শট নিয়েছিলেন কৌতিনহো। কিন্তু একেবারে বারপোস্ট ঘেঁষে তা লক্ষ্যভ্রষ্ট হলে নষ্ট হয় সে সুযোগ।
পরের মিনিটে তো অবিশ্বাস্য এক মিস করেন সুয়ারেজ। ফেলিক্সের পাসে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন তিনি। তবে ৪৪তম মিনিটে আর ভুল করেননি সুয়ারেজ। লেমারের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে দেখে শুনে সময় নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান এ সাবেক বার্সা তারকা।
৬০তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ ভালো সুযোগ পেয়েছিলেন কৌতিনহো। গাভির পাস থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষক জন ওবলাককে পরাস্ত করতে পারেননি। তার বরাবর শট নিলে তা ধরে ফেলে ওবলাক।
৬৬তম মিনিটে সুয়ারেজের পাস থেকে ফেলিক্স জোরালো শট নিতে পারলে ব্যবধান আরও বাড়াতে পারতো অ্যাতলেতিকোর। এরপরও বেশ কিছু আক্রমণ করে দুই দল। তবে আক্রমণগুলো দানা বেঁধে ওঠেনি। ফলে আরও একটি হার নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে স্পর্শ করল অ্যাতলেতিকো। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও ১৭। নয় নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭ ম্যাচে ১২ পয়েন্ট।
Comments