স্থগিত হলো বার্সেলোনার ম্যাচ

স্পেনের জাতীয় ক্রীড়া কাউন্সিলের (সিএসডি) রায়ে স্থগিত হয়ে গেছে লা লিগার সেভিয়া ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি। একই দিনের সূচিতে থাকা ভিয়ারিয়াল ও আলাভেসের ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
দেশটির শীর্ষ ফুটবল আসর লা লিগার কর্তৃপক্ষের আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার এই রায় দিয়েছে সিএসডি। ম্যাচ দুটি আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লা লিগা ও স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে যাওয়া ফুটবলারদের নিয়ে। জাতীয় দলের দায়িত্ব পালন করে ফিরে লিগের ম্যাচে নামার জন্য পর্যাপ্ত সময় পেতেন না তারা। তাই ম্যাচ দুটি স্থগিতের জন্য আরএফইএফের কাছে আবেদন করেছিল লা লিগা। কিন্তু সেটা প্রত্যাখ্যাত হয়। তাই সিএসডির কাছে আপিল করেছিল লা লিগা।
এবারের আন্তর্জাতিক বিরতিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি পেরিয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরদিন খেলতে নামা ভীষণ দুরূহ হতো ফুটবলারদের।
তাছাড়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়াল ও বার্সেলোনার অভিযান শুরু হচ্ছে আগামী মঙ্গলবার রাতে। তাই নিশ্চিতভাবেই টানা খেলার ধকল থেকে খেলোয়াড়দের মুক্ত রাখতে চাইবে না।
তবে স্থগিত ম্যাচ দুটি পরিবর্তিত সূচিতে কবে অনুষ্ঠিত হবে তা জানায়নি লা লিগা কর্তৃপক্ষ।
Comments