হারের পর প্রতিপক্ষ সমর্থকের ফোন ভেঙে ক্ষমা চাইলেন রোনালদো

এভারটনের কাছে হারের পর ক্রিস্তিয়ানো রোনালদোর মেজাজ যেন সপ্তমে চড়েছিল! সেটা হওয়াটা অস্বাভাবিকও নয়। হারতে কারই বা ভালো লাগে! তার ওপর আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার শঙ্কাও জোরালো হয়েছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড আবেগ সামলাতে না পেরে স্থাপন করে বসলেন এক বাজে নজির। তার দিকে হাত বাড়ানো এভারটনের এক সমর্থকের ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেললেন!
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হেরে যায় ম্যান ইউনাইটেড। আসরে সবশেষ চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। হতাশাজনক ফলের পর মাঠ থেকে রোনালদো যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে স্বাগতিকদের এক সমর্থক ফোনসহ হাত বাড়িয়ে দেন পর্তুগিজ এই তারকার উদ্দেশ্যে। কিন্তু মন যেন খুব বেশিই খারাপ ছিল ৩৭ বছর বয়সী রোনালদোর! মেজাজ হারিয়ে ফোন টেনে মাটিতে ছুঁড়ে ফেলে দেন তিনি।
রোনালদোর এমন কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কোনো একজন। মুহূর্তেই তা হয়ে পড়ে ভাইরাল। সঙ্গে সঙ্গে শুরু হয় তার আচরণ নিয়ে তীব্র সমালোচনা। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোও বুঝতে পেরেছেন যে কাজটা মোটেও ঠিক হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তিনি এভারটনের ওই সমর্থক ও ফুটবলপ্রেমীদের কাছে চেয়েছেন ক্ষমা।
Cristiano Ronaldo smashed someone's phone after losing to Everton, according to fans at the ground
(via @evertonhub) pic.twitter.com/a20z4Sg20F
— ESPN FC (@ESPNFC) April 9, 2022
ইন্সটাগ্রামে রোনালদো লিখেছেন, 'আমরা (ম্যানচেস্টার ইউনাইটেড) যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এ রকম কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা কখনোই সহজ ব্যাপার নয়। তবে যাই হোক না কেন, আমাদের সব সময় শ্রদ্ধাশীল, ধৈর্যশীল হতে হবে এবং উদাহরণ তৈরি করতে হবে তরুণদের জন্য, যারা এই সুন্দর খেলাটিকে ভালোবাসে। রাগে ফেটে পড়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ফেয়ার-প্লে ও খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ হিসেবে সম্ভব হলে ওই সমর্থককে আমি ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই।'
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ইউনাইটেডকে থাকতে হবে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে। তবে ক্লাবটির বর্তমান ফর্ম অনুযায়ী সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে সাতে। সমান ম্যাচ খেলে চারে থাকা টটেনহ্যাম হটস্পারের (৫৭) চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে রেড ডেভিলরা। আর্সেনাল ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের পয়েন্টও ৩১ ম্যাচে ৫১। তবে ইউনাইটেডের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় তাদের অবস্থান ছয়ে।
Comments