হারের হতাশায় বছর শুরু রিয়াল মাদ্রিদের

নতুন বছরের শুরুটা প্রত্যাশিত হলো না রিয়াল মাদ্রিদের। ২০২২ সালের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গেতাফের কাছে হেরে গেল তারা। শুরুতেই পিছিয়ে পড়ার পর অনেকগুলো সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল মেলেনি তাদের। তাই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।
রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন এনেস উনাল।
টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর লিগে হারল রিয়াল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৫ ম্যাচে এটি তাদের প্রথম হার। হারলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। স্পেনের সফলতম ক্লাবটির অর্জন ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট। তালিকার দুইয়ে থাকা সেভিয়া পিছিয়ে আছে ৮ পয়েন্টে। তারা অবশ্য দুই ম্যাচ কম খেলেছে। ১৬ নম্বরে থাকা গেতাফের পয়েন্ট ১৯ ম্যাচে ১৮।
একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে খেলতে নামে সফরকারীরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। এডেন হ্যাজার্ডের জায়গা হয় বেঞ্চে। তাদের অনুপস্থিতিতে আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গে জুটি বাঁধেন মার্কো আসেনসিও ও রদ্রিগো। কিন্তু সুযোগ পেলেও তারা কেউই জ্বলে উঠতে পারেননি। নিষ্প্রভ ছিলেন লিগের চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা বেনজেমাও।
গোটা ম্যাচে ৭৪ শতাংশ সময়ে বল পায়ে রাখা রিয়াল আক্রমণেও দাপট দেখায়। তাদের নেওয়া ১৪টি শটের চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে, গেতাফে ছয়টি শট নিয়ে লক্ষ্যে রাখে তিনটি।
ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাওয়ের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। ডি-বক্সে তিনি তালগোল পাকিয়ে ফেললে বল ধরে কোণাকুণি শটে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন উনাল। ২০১৮ সালের পর রিয়ালের জালে এটি গেতাফের প্রথম গোল। মাঝে অনুষ্ঠিত হয়েছে ছয়টি ম্যাচ।
কিছুক্ষণ পর জোড়া সুযোগ আসে রিয়ালের সামনে। কিন্তু আক্ষেপ সঙ্গী হয় ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচের। ১৫তম মিনিটে তার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক দাভিদ সোরিয়া। দুই মিনিটের মধ্যে তার আরেকটি শট বাঁধা পায় ক্রসবারে। ৩৬তম মিনিটে আবার সুযোগ হাতছাড়া হয় লস ব্লাঙ্কোসদের। বেনজেমার কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ফারলান্দ মেন্দি।
রেফারি যেভাবে ম্যাচ পরিচালনা করছিলেন, তা পছন্দ হচ্ছিল না রিয়াল কোচ আনচেলত্তির। গেতাফে শারীরিক শক্তি প্রদর্শন করে খেললেও দলটির ফুটবলারদের কোনো কার্ড দেখানো হচ্ছিল না। সেটা নিয়ে মেজাজ হারানোয় ৪২তম মিনিটে আনচেলত্তি পান হলুদ কার্ড।
বিরতির পরও বল নিয়ন্ত্রণে রেখে একইভাবে খেলতে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি রিয়াল। ৭৬তম মিনিটে কাসেমিরোর ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সোরিয়া। যোগ করা ছয় মিনিটের শুরুতে মদ্রিচের ফ্রি-কিকে ইস্কোর প্রচেষ্টাও নস্যাৎ করে দেন তিনি। এরপর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পূর্ণ পয়েন্ট প্রাপ্তির আনন্দে মেতে ওঠে গেতাফে।
Comments