হয়েছে, এখন বাড়িতে আসো: মেসিকে তার স্ত্রী

ক্লাব ফুটবল শেষ হতে না হতেই আন্তর্জাতিক ফুটবল শুরু। ফিনালিসিমার পর আগের দিন এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দুর্দান্ত এক ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ওই দিকে অপেক্ষায় আছেন তার স্ত্রী-সন্তানরা। দ্রুতই তাকে বাড়িতে ফিরতে বললেন তার স্ত্রী আন্তোনেলা রুকুজ্জু।
রোববার রাতে স্পেনের নাভারেতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। একপেশে লড়াইয়ের একাই পাঁচটি গোল করেন মেসি। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধের আরও তিনটি গোলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলে পাঁচটি গোল করার নজির গড়েন রেকর্ড সাতবারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
সবমিলিয়ে দারুণ একটি মৌসুম শেষ করল আর্জেন্টিনা। কদিন আগেই দলটি জিতেছে ফিনালিসিমা। গোল না পেলেও সে ম্যাচ জয়ের মূল নায়ক ছিলেন মেসিই। আর আগের দিন তো রীতিমতো রুদ্ররূপ ধারণ করেন এ পিএসজি তারকা।
ম্যাচ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিকমাধ্যমে এক বার্তা দিয়েছেন মেসি, 'আমরা এর চেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারতাম না। আমরা ফিনালিসিমা জিতেছি এবং আজ আমরা বিশ্বকাপের প্রস্তুতির আরও কিছু মিনিট যোগ করেছি। যারা মাঠে এসেছেন এবং যারা দূর থেকে আমাদের অনুসরণ করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা কয়েক দিনের জন্য বিশ্রাম করতে যাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই ফিরে আসব! সবাইকে আলিঙ্গন!'
আর মেসির সেই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী রুকুজ্জু। মেসিকে দ্রুত বাড়িতে ফেরার কথা জানিয়ে লিখেছেন, 'হয়েছে, এখন বাড়িতে আসো। আমরা তোমাকে মিস করছি।'
চলতি মৌসুমের শুরুতে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে হয়েছিল মেসিকে। হুট করে নতুন শহর ও নতুন ক্লাবে এখনও সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। তবে জাতীয় আগের মতোই সাবলীল। আর সেখানে মৌসুম শেষটা করলেন দারুণ।
Comments