২০২৪ সাল পর্যন্ত বায়ার্নেই মুলার

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন টমাস মুলার। নতুন করে আরও দুই বছর চুক্তি করেছেন এ জার্মান তারকা। ফলে শৈশবের ক্লাবটিতে ২০২৪ সাল পর্যন্ত থাকছেন এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে তার নতুন চুক্তির কথা জানিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন।

জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করে দারুণ উচ্ছ্বসিত মুলার, 'আমি খুব খুশি। ২০০০ সালে যুব একাডেমিতে যোগ দেওয়ার পর থেকে আমি যে পথে ভ্রমণ করেছি তা একটি দুর্দান্ত সাফল্যের গল্প। আমি প্রতি বছর মাঠের ভিতরে এবং বাইরে এই চিত্রগুলো উপস্থাপন করতে উপভোগ করি। এমনকি যখন কঠিন হয়ে যায় তখনও।'

বায়ার্নে প্রায় ১৯ বছর ধরে আছেন মুলার। সেই ১০ বছর বয়সে এই ক্লাবে যোগ দেন তিনি। বেড়ে উঠেছেন বায়ার্নের যুব দলে। ক্লাবটির ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি। জিতেছেন ১১টি লিগ শিরোপা। যার মধ্যে টানা ১০টি। এছাড়া ছয়টি ডিএফবি পোকালস, সাতটি জার্মান সুপারকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ।

সব মিলিয়ে ক্লাবের হয়ে ৬২৪টি ম্যাচ খেলেছেন মুলার। ২২৬ গোল করেছেন দলটির হয়ে। একই সঙ্গে গোল করতে সহায়তা করেছেন ২৪২ বার। চলতি মৌসুমেও ধরে রেখেছেন ছন্দের ধারা। ৪৩ ম্যাচে ১২টি গোল ও ২৪ এসিস্ট করেছেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড।

Comments