বার্সেলোনার ক্ষতি ৪৮১ মিলিয়ন ইউরো

গত দুই মৌসুম ধরেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলো। তবে অন্য ক্লাবগুলোর তুলনায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দেনা একটু বেশিই। ২০২০/২১ মৌসুমেই প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতির কথা স্বীকার করেছে বার্সেলোনার পরিচালনা পর্ষদ। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ প্রায় ৪ হাজার ৮২৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৭২৫ টাকা।

মূলত মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে বার্সেলোনার। স্টেডিয়ামগুলো বন্ধ থাকায় মাঠে দর্শক যেতে পারেনি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের কারণে উয়েফা থেকে প্রাপ্ত আয় কমে যায় দলটির। একই সঙ্গে লা লিগাতেও ভালো করতে পারেনি দলটি।

শুক্রবার ক্লাব সদস্যদের অধিবেশন শেষে ২০২১-২২ মৌসুমের বাজেট প্রকাশ করেছে বার্সেলোনা পরিচালক বোর্ড। নতুন মৌসুমে তাদের বাজেটের আকার ৭৬৫ মিলিয়ন ইউরো। একই সঙ্গে নতুন মৌসুমের লাভ-ক্ষতির হিসাব প্রকাশ করা তারা।

সভায় দলের প্রধান কোচ রোনাল্ড কোমানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। তবে সভায় ক্লাব সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তার চলমান প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সদস্যরা।

আর্থিক সংকটে চলতি মৌসুমে নিজেদের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে হাতছাড়া করেছে বার্সেলোনা। এমনকি আতোঁয়ান গ্রিজম্যানকেও হারায় দলটি। পাশাপাশি এমারসন রয়েল ও ইলাইশ মোরিবাদের মতো তারকাদের বিক্রি করে দিয়েছে তারা।

ভঙ্গুর আর্থিক কাঠামোর মতো বার্সেলোনার বর্তমান পারফরম্যান্সও ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। লা লিগাতেও অবস্থা ভালো নয় তাদের।

Comments