রোনালদোর শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের জয়

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গেল ভিয়ারিয়াল। কিছুক্ষণের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড সমতায় ফিরলেও ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। তবে একেবারে শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার লক্ষ্যভেদে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ওলে গানার সুলশারের শিষ্যরা।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ইউনাইটেড। পাকো আলকাসেরের গোলে ভিয়ারিয়াল লিড নেওয়ার পর ইংলিশ পরাশক্তিদের হয়ে গোল শোধ করেন অ্যালেক্স তেলেস। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন রোনালদো।
বল দখলে ম্যানচেস্টার এগিয়ে থাকলেও আক্রমণ হয় সমানে সমান। রেড ডেভিলদের নেওয়া ১৪টি শটের সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, স্প্যানিশ পরাশক্তি ভিয়ারিয়ালও সাতটি শট লক্ষ্যে রাখে ১৫টি শট নিয়ে।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যান ইউনাইটেড। আগের ম্যাচে ইয়ং বয়েজের কাছে হেরেছিল তারা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল নেমে গেছে গ্রুপের তলানিতে। গত ম্যাচে তারা ড্র করেছিল আতালান্তার সঙ্গে।
Comments