সাকিবকে কলকাতার একাদশে না রাখার কারণ জানালেন সহকারী কোচ

shakib kkr
ছবি: টুইটার

চোট পাওয়া আন্দ্রে রাসেলের জায়গায় একাদশে সুযোগ মিলতে পারত সাকিব আল হাসানের। কিন্তু বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারকে না ফিরিয়ে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টিম ম্যানেজমেন্টের ভাবনায় সাকিব থাকলেও পেস বোলিংয়ে জোর বাড়াতে তাকে বাইরেই রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ অভিষেক নায়ার।

আইপিএলে মঙ্গলবার শারজাহতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা। এই ম্যাচে তাদের একাদশে থাকা চার বিদেশি ক্রিকেটার হলেন অধিনায়ক ওয়েন মরগ্যান, স্পিন অলরাউন্ডার সুনীল নারাইন এবং দুই পেসার লোকি ফার্গুসন ও সাউদি।

অথচ সাকিবের ফেরার মঞ্চ ছিল একরকম প্রস্তুত। আগের ম্যাচে পাওয়া চোটের কারণে নেই ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার রাসেল এবং শারজাহর উইকেটও মন্থর। তারপরও সাকিবকে কেন নেওয়া হয়নি তা ম্যাচ চলার ফাঁকে টেলিভিশন সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন অভিষেক।

কলকাতার সহকারী কোচ বলেছেন, মাঠ ছোট হওয়ায় উইকেট সাকিবের সহায়ক থাকলেও তিন স্পিনার খেলানোর ঝুঁকি নিতে চাননি তারা, 'শারজাহর মাঠ ছোট। অধিনায়কের মনে হয়েছে, তিনজন স্পিনার খেলানো আমাদের জন্য কঠিন। আর রাসেল যেহেতু নেই, তাই পেস বোলিংয়ে বাড়তি একজন দরকার বলে আমরা মনে করেছি। সেকারণে সাউদিকে আমরা নিয়েছি।'

ক্যারিবিয়ান নারাইনের সঙ্গে কলকাতার স্পিন আক্রমণ সামলাচ্ছেন বরুণ চক্রবর্তী। বল হাতে তাদের দুজনেরই সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো। তবে একাদশে যার কাছে সাকিব জায়গা হারিয়েছেন, এবারের আইপিএলে সেই নারাইনের ব্যাট হাতে পারফরম্যান্স একেবারেই মলিন। কিন্তু তবুও রাসেল ছিটকে যাওয়ার পর ব্যাটিং শক্তি না বাড়িয়ে বোলিংকে প্রাধান্য দিয়েছে কলকাতা।

অভিষেক যোগ করেছেন, 'সে (সাকিব) পরীক্ষিত ক্রিকেটার। এমন ধরনের কন্ডিশনে বরাবরই সে ভালো করেছে। তবে সানির (নারাইন) ব্যাটিংয়ের ওপরও ভরসা আছে আমাদের। দিল্লির সঙ্গে তার আগের ভালো পারফরম্যান্স আছে। সবদিক বিবেচনা করে আমরা চেয়েছি বাড়তি একজন পেস বোলার নিতে, যে পাওয়ার প্লেতে ভালো করতে পারবে।'

চলমান আইপিএলে কলকাতার শুরুর তিন ম্যাচে খেলেছিলেন সাকিব। তবে মাত্র ৩৮ রান করায় ও ২ উইকেট নেওয়ায় একাদশে জায়গা হারান তিনি। এরপর করোনাভাইরাসের কারণে গত মেতে আইপিএল স্থগিত হয়ে চলতি মাসে ফের চালু হলেও ফেরা হচ্ছে না তার।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

40m ago