‘আমি ভেবেছিলাম এটা ছক্কা’

ডোয়াইন ব্রাভোর ওয়াইড লাইনের বল অফ স্টাম্পের দিকে সরে এসে লং অন দিয়ে উড়িয়েছিলেন লিটন দাস। বাউন্ডারি লাইনে থাকা দীর্ঘকায় জেসন হোল্ডার লাফিয়ে দারুণ দক্ষতায় হাতে জমান ক্যাচ, লিটন ফেরেন ৪৪ রানে। বাংলাদেশ হয়ে যায় স্তব্ধ। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, এই আউটই মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট।
আউটের বদলে ছক্কা হলে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন দাঁড়াত কেবল ৭ রান। কিন্তু ৪৩ বলে ৪৪ করে লিটন ফেরায় সেটা হয়ে যায় ১৩। আফিফ হোসেন আর মাহমুদউল্লাহ মিলে আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে আনেন ৯ রান। বাংলাদেশ ম্যাচ হারে ৩ রানে।
মন্থর উইকেটে হারের কারণ অনুসন্ধানে অধিনায়ক মাহমুদউল্লাহ আক্ষেপ করেন এই আউট নিয়েই, 'লিটনের শেষ শটটা ছক্কা হতে পারত, আমি ভেবেছিলামও এটা ছক্কা। কিন্তু এটা একটা সুবিধা যখন আপনার ৬.৫ বা ৬.৬ ইঞ্চি উচ্চতার ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকে। আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।'
'টি-টোয়েন্টিতে একটু এদিক-সেদিক হলেই গল্প বদলে যায়। আমি আর লিটন শেষ পর্যন্ত খেললে গল্প ভিন্ন হতে পারত।'
টস হেরে আগে ব্যাট করে ১৪২ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় একটা সময় পর্যন্ত ম্যাচে থেকে বাংলাদেশ। কিন্তু শেষে গিয়ে আর মেলাতে পারেনি সমীকরণ। শেষ বলে ৪ রানের দরকার হলে অধিনায়ক রাসেলের বল ব্যাটে লাগাতে পারেননি। অপরাজিত থাকেন ২৪ বলে ৩১ রানে।
তবে কঠিন উইকেটে এই হারের কারণ হিসেবে ফিল্ডিংয়ে তিনটা ক্যাচ ও একটা স্টাম্পিং হাতছাড়ার কথাও বলেছেন মাহমুদউল্লাহ, 'উইকেট কিছুটা কঠিন ছিল। উইকেটে ব্যাটে বল আসছিল না, কিছুটা নিচুও হচ্ছিল। আমি মনে করি আবারও বলব ফিল্ডিংয়ে কিছু সুযোগ আমরা হাতছাড়া করেছি।'
Comments