মঙ্গলবার আমেরিকার বিমান ধরছেন সাকিব

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সুপার টুয়েলভের বাকি ম্যাচদুটোতে আর দেখা যাবে না তাকে। ফলে আগামীকালই টিম হোটেল ছাড়ছেন তিনি। দেশে না ফিরে সরাসরি তার পরিবারের কাছে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবেন এ তারকা অলরাউন্ডার।
সাকিবের হোটেল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, 'সাকিব এখনও দলের সঙ্গে আছেন। এবং আগামীকালই (মঙ্গলবার) ভ্রমণের জন্য রওনা করবেন বলে আশা করছি।'
২৯ অক্টোবর শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। পরে অবশ্য প্রাথমিক শুশ্রূষা নিয়ে সে ম্যাচের বাকি অংশ খেলেছেন। চার ওভার করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। চোটের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ওপেনিংয়েও নামেন। ১২ বলে করেন ৯ রান।
চোটের কারণে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু খারাপ খবরই আসে। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, পরীক্ষা-নিরীক্ষার পর ইনজুরির তীব্রতার দিক থেকে প্রথম গ্রেডের আঘাত হিসেবে নির্ণয় করা হয়। তাতে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি।
সুপার টুয়েলভে আগামীকাল মঙ্গলবার বিকেলে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর একদিন পর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সুপার টুয়েলভের আগের তিন ম্যাচের তিনটিতে হেরে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে মাহমুদউল্লাহদের।
Comments