সংখ্যায় সংখ্যায় বাটলারের রেকর্ড গড়া সেঞ্চুরি

'(টি-টোয়েন্টি) বিশ্বকাপে এমন একটা পারফরম্যান্স দেখিয়ে- যেখানে টুর্নামেন্টের সবকটি ম্যাচই জিততে হবে- হ্যাঁ, আমি আনন্দিত,' শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো সেঞ্চুরির পর বলেন জস বাটলার। ইংল্যান্ডের এই ওপেনারের দৃষ্টিতে, এটা তার ক্যারিয়ারেরই অন্যতম সেরা ইনিংস। তাতে সায় দেন দলটির অধিনায়ক ওয়েন মরগ্যানও।
শারজাহ স্টেডিয়ামে আগের দিন সোমবার দেখা মেলে বাটলারের তাণ্ডবের। এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ে প্রথমবারের মতো চাপে পড়া ইংলিশদের পথ দেখান তিনি। শেষ বলে ছক্কা হাঁকিয়ে তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৬৭ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার ১০১ রানের অপরাজিত ইনিংসে ছিল সমান ছয়টি করে চার ও ছক্কা।
পাওয়ার প্লেতে ৩৫ রানে ৩ উইকেট খোয়ানো ইংলিশরা বাটলারের নৈপুণ্যে পায় ভালো সংগ্রহ। সেই ভিতের ওপর দাঁড়িয়ে এরপর বাকিটা সারেন দলটির বোলাররা। ১৬৪ রান তাড়ায় ৬ বল বাকি থাকতে লঙ্কানরা গুটিয়ে যায় ১৩৭ করে। এতে টানা চার জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে মরগ্যানের দল।
সংখ্যায় সংখ্যায় বাটলারের ইনিংস:
১- ইংল্যান্ডের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের ক্রিকেটেই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাটলার।
২- টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরির স্বাদ নেওয়া দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার বাটলার। এর আগে ২০১৪ সালের আসরে প্রথমবারের মতো তিন অঙ্ক ছুঁয়েছিলেন অ্যালেক্স হেলস। তিনি খেলেছিলেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। ওই ম্যাচেও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
৪- এই সংস্করণে ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন বাটলার। হেলস ছাড়া বাকি দুজন হলেন ডাভিড মালান ও লিয়াম লিভিংস্টোন।
৬- টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন বাটলার। হেলসও মেরেছিলেন ছয় ছক্কা।
১২- শ্রীলঙ্কার দুই স্পিনার মহেশ থিকশানা ও ভানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে নিজেকে গুটিয়ে রেখেছিলেন বাটলার। তাদের ২৪ বল মোকাবিলা করে মাত্র ১২ রান আনেন তিনি।
২২- হাফসেঞ্চুরির জন্য বাটলারকে খেলতে হয় ৪৫ বল। এরপর খোলস ছেড়ে বেরিয়ে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। পরের ৫০ রানের জন্য তিনি খেলেন মাত্র ২২ বল।
৮৯- থিকশানা ও হাসারাঙ্গা বাদে বাকি লঙ্কান বোলারকে নাস্তানাবুদ করে ছাড়েন বাটলার। প্রতিপক্ষের চার পেসারের ৪৩ বল থেকে তিনি তোলেন ৮৯ রান।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাটলার। চার ম্যাচে ১৫৩.৯৫ স্ট্রাইক রেটে ২১৪ রান করেছেন তিনি। আউট হয়েছেন মাত্র একবার, বাংলাদেশের বিপক্ষে।
Comments