ট্রান্সফার লাইভ: বার্সেলোনার 'উচ্চাভিলাষী' পরিকল্পনায় আছেন যারা

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

বার্সেলোনার 'উচ্চাভিলাষী' পরিকল্পনায় তিনটি নাম

লা লিগার ক্লাব বার্সেলোনা নিজেদের শক্তি বাড়াতে এবারের গ্রীষ্মকালীন দলবদলে বড় লক্ষ্য নির্ধারণ করেছে। আর্থিক দৈন্যদশায় থাকার কারণে তাদের পরিকল্পনাকে 'উচ্চাভিলাষী' আখ্যা দেওয়া হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বায়ার্ন মিউনিখের রবার্ত লেভানদভস্কি, সেভিয়ার জুলস কুন্দে ও ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভাকে চায় কাতালানরা। তাদের কোচ জাভির এই তিন ফুটবলারকে ভীষণ পছন্দ। তবে পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কির ক্যাম্প ন্যুতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও বাকিদের নিয়ে আছে ধোঁয়াশা। কুন্দের সঙ্গে ইংলিশ ক্লাব চেলসির নাম জড়িয়েছে জোরালো আকারে। আর বার্নার্দোকে বড় অঙ্কের অর্থ না পেলে বিক্রি করবে না প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যান সিটি।

১৮ মিলিয়ন ইউরোতে লিভারপুল ছাড়ছেন মিনামিনো

তাকুমি মিনামিনোর জন্য ১৮ মিলিয়ন ইউরো খরচ করতে সম্মত হয়েছে ফরাসি ক্লাব মোনাকো। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল জানিয়েছে, দুই ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড আর সাউদাম্পটনও এই জাপানিজ ফরোয়ার্ডকে পাওয়ার লড়াইয়ে ছিল। মিনামিনোর ট্রান্সফার ফি হিসেবে লিভারপুলকে প্রাথমিকভাবে ১৫ মিলিয়ন ইউরোর দিতে হবে মোনাকোকে। বাকি ৩ মিলিয়ন ইউরো ব্যয় হবে ধাপে ধাপে।

ধারে চেলসি ছেড়ে ইন্টারে যোগ দিচ্ছেন লুকাকু

গত মৌসুমের শুরুতে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে ইন্টার মিলান ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন রোমেলু লুকাকু। এক বছর না যেতেই এবার চেলসি ছেড়ে ইন্টারে ফিরছেন এই বেলজিয়ান স্ট্রাইকার। ব্লুজদের জার্সিতে সবশেষ মৌসুমটা ভালো কাটেনি তার। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ধারে লুকাকুকে পেতে ৮ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টারকে। অন্যান্য শর্ত অনুসারে, আরও ৪ মিলিয়ন ইউরো পেতে পারে চেলসি। লুকাকুর বেতনও কমিয়ে আনা হয়েছে উল্লেখযোগ্য আকারে। ১২ মিলিয়ন ইউরোর পরিবর্তে আগামী মৌসুম থেকে বার্ষিক ৮ মিলিয়ন ইউরো পাবেন তিনি।

লিভারপুল নয়, মিলানে চোখ আসেনসিওর

রিয়াল মাদ্রিদের সঙ্গে স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিওর চুক্তির আরও এক বছর বাকি আছে। তবে আগামী মৌসুমের শুরুতেই তিনি নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, যদি এবারই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হয়, তাহলে ইংলিশ ক্লাব লিভারপুলে না গিয়ে আসেনসিও পাড়ি জমাতে চান ইতালিয়ান সিরি আর শিরোপাধারী এসি মিলানে। কারণ, সান সিরোর ক্লাবটিতে গেলে একাদশে নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago