ঢাকায় বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর ২০১২ সালে সভাপতি সালাহউদ্দিন বলেছিলেন, ২০২২ সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তবে বাস্তবে তার উল্টো হয়েছে। ফুটবলে আরও পিছিয়েছে দেশটি। তবে ২০২২ সালে ঠিকই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের আনতে পেরেছেন তিনি। তা কেবল ৩৬ ঘণ্টার জন্য।

ঢাকায় এ ট্রফি নিয়ে এসেছেন সাবেক ফরাসি বিশ্বকাপজয়ী ক্রিশ্চিয়ান কারেম্বেউ। ১৯৯৮ বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা তারকা জিনেদিন জিদানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন তিনি। তার অধীনে আজ সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফিফা কর্মকর্তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

কড়া নিরাপত্তাব্যবস্থায় ট্রফিটি বর্তমানে নেওয়া হয়েছে র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেখাতে আজই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে যাওয়া হবে এ ট্রফি।

তবে সাধারণ মানুষ বিশ্বকাপ ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাবেন আগামীকাল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আড়াই হাজার নির্বাচিত কিছু দর্শক হোটেলে এ সুযোগ পাবেন। তুলতে পারবেন ট্রফির সঙ্গে ছবিও। এরপর বিকেলে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। যেখানে আয়োজন হবে জমকালো এক কনসার্টের। স্টেডিয়ামে ঢোকার সুযোগ মিলবে ২৫ হাজার নিবন্ধিত দর্শকের।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে গত ১২ মে থেকে। কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। আয়োজক ৩২ দেশ সহ ঘুরবে মোট ৫১টি দেশে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিল এ ট্রফি।

Comments

The Daily Star  | English

Agent banking drives rural remittance boom

Bangladesh’s agent banking network is continuing to play a transformative role in the country’s financial system, especially through the channelling of remittances through agent outlets.

5h ago