ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে প্রয়োজনে জীবন দিয়ে দেবেন নেইমার!

neymar venezuela
ছবি: টুইটার

গত দুটি বিশ্বকাপেই তাকে ঘিরে ৬ষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বুনেছিল ব্রাজিল। দুবারই হতে হয়েছে হতাশ। তবে আর কোন হতাশা নয়। এবার কাতারে ব্রাজিলকে হেক্সা এনে দিতে মরিয়া নেইমার জানিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়ে দিতেও প্রস্তুত তিনি।

ব্রাজিলের জার্সিতে নামলে বরাবরই সেরা ছন্দে খেলা নেইমারের সময়টা বর্তমানে ভালো যাচ্ছে না। অনেক ঘটা করে প্যারিস সেন্ট জার্মেইতে গেলেও দলটিকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ। চলতি আসরেও পুড়তে হয়েছে হতাশায়। সম্প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন, এই বছর বিশ্বকাপ জিতে সকল হতাশা দূর করার মিশন তার,  'আমি সত্যিই এবার পিএসজিকে এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই।'

ব্রাজিলের হয়ে কনফেডারেশন কাপ ও অলিম্পিক জেতায় দুটো আন্তর্জাতিক ট্রফি আছে নেইমারের। কিন্তু বিশ্বকাপ না জিতলে বাকি সব কিছুই আসলে ম্লান। ২০১৪ সালে ঘরের মাঠে তিনি ছিলেন ছন্দে। কিন্তু সেমিফাইনালের আগে চোটে পড়ে ছিটকে যান।

জার্মানির বিপক্ষে সেমিতে ৭-১ গোলে হারের চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে রেকর্ড পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৮ সালে রাশিয়ায় দারুণ খেলেও বেলজিয়ামের কাছে হেরে যন্ত্রণা সঙ্গী হয় নেইমারদের।

৩০ পেরুনো এই ফুটবলারের জন্য আসছে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হবে সেরা সুযোগ। নেইমারের পুরো মনোযোগ সেদিকে নিয়ে নিজেকে করছেন মরিয়া,  'আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দিয়ে দেব। আমি দুটি বিশ্বকাপ খেলেছি, এবং আমি জানি কীভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার তারা হাতছাড়া করতে দিতে চাই না।'

Comments

The Daily Star  | English

Crores spent, but Ctg roads still crumble

Commuters in Chattogram are enduring severe hardships due to the appalling condition of major roads, a crisis worsened by the apparent indifference of the authorities.

7h ago