টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আরও এক স্পিনার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচের মতো শেষটিতেও টস জিতলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক কোনো চমক জাগানিয়া সিদ্ধান্তের দিকে এগোননি। উইকেটের হালচাল বুঝে টানা তৃতীয় ওয়ানডেতে তিনি বেছে নিলেন বোলিং। ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।

শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী টাইগাররা। এবারে তাদের লক্ষ্য ক্যারিবিয়ানদের তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করা।

টস জিতে বোলিং নেওয়ার ব্যাখ্যায় তামিম বলেছেন, 'কারণটা খুব সাধারণ। এই উইকেটে আগে ব্যাট করা কঠিন। আজকে উইকেট আগের তুলনায় একটু ভালো মনে হচ্ছে। তবে তা খুব বেশি নয়।'

স্পিনবান্ধব উইকেট হওয়ায় একাদশে স্পিনার বাড়িয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় ঢুকেছেন তাইজুল ইসলাম। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সবশেষটি তিনি খেলেছেন ২০২০ সালের মার্চে। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই। অর্থাৎ চার স্পিনারের সঙ্গে কেবল একজন পেসার নিয়ে নামবে বাংলাদেশ। তিনি হলেন বাঁহাতি তারকা মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন এসেছে একটি। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ভোগানো কাইল মেয়ার্স চলমান ওয়ানডে সিরিজে ভালো না করায় বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন কিসি কার্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিসি কার্টি, কিমো পল, আকিল হোসেন, আলজারি জোসেফ ও গুডাকেশ মোতি।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago