টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পেস বান্ধব কন্ডিশনে টস ভাগ্যটা পক্ষে এলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট  টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন

পেস বান্ধব কন্ডিশনে টস ভাগ্যটা পক্ষে এলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট  টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

টস জিতলে এই উইকেটে সাকিব আল হাসানও ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন। তবে টস হারলেও উইকেটে রান দেখছেন সাকিব। শেষ ইনিংসে স্পিনারদের জন্য রসদ দেখছেন বাংলাদেশ অধিনায়ক। একাদশে থাকা দুই স্পিনার তাই রাখতে পারেন ভূমিকা। 

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও তাদের একাদশে একজন স্পিনার রেখেছে। অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার গুদেকেশ মোতির। বাংলাদেশ একাদশ অনুমিতই। উইকেটকিপার হিসেবে নুরুল হাসান সোহান খেলায় বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন। একাদশে বাংলাদেশ রেখেছে তিন পেসার। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও খালেদ আহমদ। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, এনক্রমা বনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া দা সিলভা, রেমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, গুদেকেশ মোতি, জেডন সিলস  
 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago