মন্থর উইকেটে বাংলাদেশের স্পিনে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার সিরিজ জেতার ম্যাচে নেমে সবকিছুই এগুচ্ছে বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান।

প্রথম ওয়ানডের মতোই গায়ানার উইকেট মন্থর। সেই উইকেটে প্রত্যাশিত টস জিতে বাড়তি এক স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ৮৬ রানে ৯ উইকেট হারিয়ে শেষের পথে ক্যারবিয়ানদের ইনিংস। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার সিরিজ জেতার ম্যাচে নেমে সবকিছুই এগুচ্ছে বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ৮৬ রান। নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে গিয়ে সতর্ক শুরু এনেছিলেন স্বাগতিক দুই ওপেনার। ১০ ওভার টিকে থেকে ওভারপ্রতি তিনের নিচে রান তুলছিলেন তারা। অবশ্য ১০ ওভারের আগেই উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ এসেছিল। মেহেদী হাসান মিরাজের বলে হোপকে আউট করার সুযোগ হাতছাড়া করেন কিপার নুরুল হাসান সোহান। ক্যাচ ও স্টাম্পিং হাতছাড়া করেন তিনি। 

আরেক ওপেনার মেয়ার্স বিপদজনক হওয়ার আগেই তাকে ছেঁটেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচের মতই অফ স্টাম্প খুইয়েছেন তিনি। দুই ওভার পরই ব্রোকসকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু নাসুমের। ১৮তম ওভারে তিনি থামিমে দেন থিতু হতে থাকা হোপকে। ওই ওভারে নেমেই প্রথম বলে নাসুমের তৃতীয় শিকারে পরিণত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান। 

রভম্যান পাওয়ালের সঙ্গে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারেননি ব্র্যান্ডন কিং। পাওয়াল ঝড় তুলতে পারেননি শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে দেওয়ায়। কিং পরে বোল্ড হয়ে যান মিরাজের বলে। আকিল হোসেন শিকার হন রানআউটের। আগের ম্যাচে শেষ দিকে কিছু রান এনে দেওয়া রোমারিও শেফার্ডকে এবার বাড়তে দেননি মিরাজ। আলজেরি জোসেফকেও ছাঁটেন তিনি।

 

Comments

The Daily Star  | English

World will know Bangladesh through sports: PM

Prime Minister Sheikh Hasina today asked the authorities concerned to promote domestic sports of the country alongside other games

37m ago