বিজয়ের বদলে শান্তকে খেলানোর পক্ষে যুক্তি দিলেন তামিম

ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বোলারদের দাপটে পাওয়া সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করতে বেগ পেতে হয়নি ব্যাটারদের। তবে বাংলাদেশের বেছে নেওয়া প্রথম ওয়ানডের একাদশ নিয়ে প্রশ্ন ছিল ম্যাচের শুরু থেকে। কেন এনামুল হক বিজয়ের বদলে নাজমুল হাসান শান্তকে খেলানো হলো?

লিস্ট 'এ' স্বীকৃতি পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড বিজয় গড়েন গত এপ্রিলে। ১৫ ম্যাচে ৮১.২৫ গড়ে ১১৩৮ রান আসে তার উইলো থেকে। লিস্ট 'এ' স্বীকৃতি পাওয়ার পর প্রথম ব্যাটার হিসেবে প্রিমিয়ার লিগে হাজার রানের কীর্তি গড়েন তিনি। ফলে বিজয়ের ডাক মেলে বাংলাদেশ দলে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে যে সংস্করণে রানের বন্যা দিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন, সেই ৫০ ওভারের ম্যাচের একাদশে সুযোগ হয়নি তার। বরং ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা শান্ত খেলেন তিন নম্বরে। দেড় বছর পর এই সংস্করণে নেমে ক্যারিয়ারের সেরা ইনিংসে ৪৬ বলে ৩৭ রান করেন তিনি।

গায়ানায় ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পর তামিম ইকবাল জানিয়েছেন বিজয়ের চেয়ে শান্তর এগিয়ে থাকার কথা, 'আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে... দেখুন, বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। আজকে (রোববার) যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে (দলে) ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে রেখেছি? যখনই সুযোগ আসবে, শান্তরই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে।'

shanto
ছবি: ফিরোজ আহমেদ

শান্তকে একাদশে রাখা বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত, 'অধিনায়ক হিসেবে আমি এটা করতে চাই। দল নির্বাচন এভাবে করতে চাই। একটা ছেলেকে দলে রাখছি, মাঝখান থেকে আরেকজন এলো, তাকে চট করে খেলিয়ে দিলাম, আমি এভাবে ভাবি না। তাই আমার মনে হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।'

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি না থাকায় মূলত শান্ত ও বিজয়ের মধ্যে একাদশে জায়গায় পাওয়া নিয়ে লড়াই হয়। তবে শান্ত সুযোগের সেরা ব্যবহার করতে না পারায় হতাশ তামিম, 'শান্তর খুবই হতাশ হওয়া উচিত। কারণ, আজকে (রোববার) ম্যাচ শেষ করার দারুণ সুযোগ ছিল ওর। এমন সুযোগ তো সব সময় আসে না। সাকিব-মুশফিক-ইয়াসিররা ফিরলে তো এমন সুযোগ মিলবে না। এরকম সুযোগ পেলে তাই দুই হাতে লুফে নেওয়া উচিত।'

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

21h ago