বৃষ্টিতে ভেসে যেতে পারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

গতকাল প্রায় সারাদিনই বৃষ্টি। আজও থামার লক্ষণ নেই বললেই চলে। তাতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। অথচ প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় আছে উইন্ডসর পার্ক।

গতকাল প্রায় সারাদিনই বৃষ্টি। আজও থামার লক্ষণ নেই বললেই চলে। তাতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। অথচ প্রায় পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় আছে উইন্ডসর পার্ক।

সবশেষ ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবিয়ানদের ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। সে বছরের সেপ্টেম্বরে হারিকেন মারিয়ার আঘাতে ধ্বংসস্তূপ পরিণত হয়ে ডমিনিকার এই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। এরপর ভেন্যুটি সংস্কার করতে খরচ হয়েছে প্রায় ৬ মিলিয়ন ডলার। লম্বা সময় পর আবার যখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অপেক্ষায় ভেন্যুটি, তখন বাগড়া দিতে পারে বৃষ্টি।

এমনিতেই বৈরী আবহাওয়ায় ম্যাচ ভেন্যুতে যেতে বিলম্ব হয়েছে বাংলাদেশ দলের। তার উপর বড় আতঙ্ক নিয়ে আটলান্টিক পারি দেওয়ার পরও বৃষ্টির কারণে অনুশীলনও করতে পারেনি টাইগাররা। কিন্তু ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কাটাই বেশি।

যদিও ম্যাচ খেলতে মুখিয়ে টাইগাররা। অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, 'আজ (শুক্রবার) বৃষ্টি পড়ছে, আবহাওয়ার কন্ডিশন সেই সুযোগ দেয়নি। গতকাল ভ্রমণ করে আসলাম, যেটা বেশ ঝক্কি-ঝামেলার ছিল। সেন্ট লুসিয়ায় প্র্যাকটিস সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল (শনিবার) এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি ওদের বলেছি- খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে এটাই ভালো করার সবচেয়ে ভালো সুযোগ।'

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই বৃষ্টি হতে পারে ডমিনিকায়। সকাল থেকে এখনও দেখা মিলেনি সূর্যের। মাঠ শুকানোর জন্য সূর্যের আলোও বেশ জরুরী। তাছাড়া প্রায় পাঁচ বছর পর ক্রিকেট ফেরা নিয়ে কোনো ঝুঁকিও নিতে চায় না আয়োজকরা।

অবশ্য এই মাঠে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই হারিয়েছিল টাইগাররা। তাই পরিসংখ্যানের দিকে কিছুটা হলেও এগিয়ে বাংলাদেশ। যদিও মুখোমুখি ১৩ লড়াইয়ে সাতবার জিতেছে উইন্ডিজ এবং পাঁচবার বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Over 60pc voter turnout in first phase

No major incident of violence reported; Modi expected to win rare third term

1h ago