ব্র্যাথওয়েটের দৃঢ়তা, বাংলাদেশের আক্ষেপ

Kraigg Brathwaite
ছবি: আইসিসি টুইট

বোলাররা চাপ জারি রাখলেন সেশন জুড়ে, উইকেট নেওয়ার পরিস্থিতি তৈরি করে হতাশ হলেন বারবার। কখনো ব্যাট বল লাগা টের না পাওয়া, কখনো ক্যাচ নিতে না পারা। বাংলাদেশের পেসারদের হতাশার কারণ হয়েছে এসব। বাংলাদেশের আক্ষেপের মাঝে চোয়ালবদ্ধ দৃঢ়তায় নিজের দলকে টেনে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

শুক্রবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান যোগ করেছে তারা। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৯। বাংলাদেশ থেকে এরমধ্যে ৫৬ রানে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা। দলকে শক্ত অবস্থানে নিয়ে ২৩৯ রানে ৭৫ রান করে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট।

সকালের শুরুটা দারুণ করেছিলেন পেসাররা। ভাল জায়গায় বল ফেলে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন তারা। তাতে এসেছিল উইকেট নেওয়ার পরিস্থিতিও।

কিন্তু ব্যাটে বল লাগা টের না পাওয়া, ক্যাচ নিতে না পারার ঘটনায় বঞ্চিত হন ইবাদত হোসেন, খালেদ আহমদরা।

তিন পেসার মিলে দিনের প্রথম ৫ ওভারে দেন কেবল ২ রান। আসতে পারত উইকেটও। ইবাদতের বলে ১৪ রানে ক্যাচ হয়েও বেঁচে যান এনক্রুমা বোনার।

ইবাদতের বলে আউটসাইড এজড হন বোনার। কিপারের গ্লাভসে গেলেও তা টের পায়নি কেউ। টের পাননি কিপার নুরুল হাসান সোহানও।

২২ রানে আবার রক্ষা বোনারের। এবার হতাশা খালেদের। এবার বেশ বড়সড় এজড হয়ে উইকেটের পেছন ক্যাচ দিয়েছিলেন। বল কিপার ও প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর মাঝ দিয়ে চলে যায় বাউন্ডারিতে। তাদের কেউ ধরার চেষ্টা করেননি। বিশেষ করে ক্যাচটি শান্তর নাগালে ছিল বেশি। তিনি একটুও নড়েনি।

দুই জীবনের পর অবশেষে বোনারকে থামান সাকিব। দারুণ এক আর্ম ডেলিভারিতে বোল্ড হন ৩৩ রান করা বোনার। তৃতীয় উইকেটে অবশ্য দিয়ে যান গুরুত্বপূর্ণ ৬২ রানের জুটি।

সহ-অধিনায়ক জার্মেইন ব্ল্যাকউডকে নিয়ে আরও এক জুটি গড়ার পথে আছেন ব্র্যাথওয়েট। লাঞ্চের আগে ৯৬ বল মোকাবেলা করে তারা তুলেছেন ২৫ রান। আগ্রাসী ব্ল্যাকউড কিছুটা সংযমী হয়ে ৪৩ বলে করেছেন ৯ রান।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago