যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

mahmudullah & nicholas pooran
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি স্কোয়াডে সদস্য আছেনই ১৪ জন। তা থেকে এগারো জন বেছে নেওয়া খুব একটা কঠিন নয়। বাংলাদেশের ব্যাটিং অর্ডার অনুমেয়ই। বোলিং আক্রমণে দু'একটি জায়গায় আছে কিছু দোলাচল।

গত মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ যে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ তা থেকে একাধিক বদল আসছে। সেই দলের ওপেনার নাঈম শেখ স্ট্রাইকরেট ইস্যুতে বাদ পড়েছেন। তার বদলে এসেছেন এনামুল হক বিজয়।

মুনিম শাহরিয়ারের সঙ্গে বিজয়কেই তাই ওপেন করতে দেখা যাবে। তিনে সফল হওয়ায় লিটন দাসকে এই পজিশনেই দেখা যাবে। চারে নামতে পারেন সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ পাঁচে খেললে আফিফ হোসেনকে দেখা যাবে ছয়ে।

মুশফিকুর রহিম না থাকায় কিপার ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহানের ব্যাটিং পজিশন সাত নম্বরে। আটেও একজন হিটারই পাচ্ছে বাংলাদেশ। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি এই পজিশনে খেলে আসছেন।

উইকেট পেস বান্ধব হওয়ার সম্ভাবনাই বেশি। সেরকম হলে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। ঘরের মাঠে ভালো করলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের খেলার সম্ভাবনা কিছুটা কম।

তবে পরিস্থিতি বুঝে ব্যাটিং অর্ডারকে রিলাক্স রাখবে টিম ম্যানেজমেন্ট। ডান-বাম কম্বিনেশনের বিষয়টাও থাকতে পারে মাথায়।

ডমিনিকায় বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত সাড়ে ১১টায় শুরু হবে এই ম্যাচ। তবে ডমিনিকায় আছে বৃষ্টির সম্ভাবনা। প্রথম ম্যাচটা তাই নির্বিঘ্নে হওয়া নিয়ে আছে সংশয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

Comments

The Daily Star  | English
JCD blocks Shahbagh over DU student Shammo murder

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

58m ago