শান্ত-মুমিনুলদের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন ডমিঙ্গো

অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই বাজে ব্যাট করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একশ পেরোতেই পড়ে গিয়েছিল ৬ উইকেট। ব্যাটারদের আলগা শটে উইকেট ছুঁড়ে দেওয়া নিয়ে বেজায় বিরক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তদের মাঝে আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব খুঁজে পাচ্ছেন তিনি।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চলমান টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা লড়াই করছে বাংলাদেশ, সেটার সব কৃতিত্বই মূলত বোলারদের। প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৬৫ রানে বেঁধে ফেলেন মেহেদী হাসান মিরাজ-খালেদ আহমেদ-ইবাদত হোসেনরা। জয়ের জন্য মাত্র ৮৪ রানের লক্ষ্য পাওয়া ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতে হারায় ৩ উইকেট। সবগুলোই গেছে পেসার খালেদের ঝুলিতে।

বোলারদের পারফরম্যান্স আশা জাগানিয়া হলেও হারের পথে রয়েছে বাংলাদেশ। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। হাতে ৭ উইকেট নিয়ে জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ৩৫ রান। ক্রিজে আছেন জন ক্যাম্পবেল ৪২ বলে ২৮ ও জারমেইন ব্ল্যাকউড ৩৬ বলে ১৭ রানে।

তৃতীয় দিনের খেলার ইতি ঘটার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ডমিঙ্গোর কণ্ঠে উঠে এসেছে ব্যাটিং নিয়ে হতাশার কথা, 'ব্যাটিং ছিল বাজে। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রান করেছি আমরা। এর চেয়ে অনেক বেশি করার দরকার ছিল। দ্বিতীয় ইনিংসে করেছি ২৪৫ রান। এটার চেয়েও বেশি করতে হবে। মূল কথা হলো, অনেক অনেক আলগা শটে আউট হয়েছি আমরা।'

ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা শান্ত-মুমিনুলসহ বাংলাদেশের গোটা ব্যাটিং লাইনআপের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন তিনি, 'ব্যাটারদের আত্মবিশ্বাস এখন তলানিতে। কয়েকজন বড় ক্রিকেটার, মুমিনুল, শান্ত... এদের আত্মবিশ্বাস একেবারে নিচুতে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার। এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে তেমন একটা আত্মবিশ্বাস নেই।'

প্রথম ইনিংসে মুমিনুল ও শান্ত উভয়েই সাজঘরে ফিরেছিলেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে শান্ত ৪৫ বলে ১৭ রানে বাড়তি বাউন্সে পরাস্ত হয়ে ক্যাচ দেন স্লিপে। আর ব্যাটিং অর্ডার বদলে পাঁচে নামলেও মুমিনুল টিকতে পারেননি। ১২ বলে ৪ রান করে তিনি হন এলবিডব্লিউ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

2h ago