সাকিবের বদলি তাইজুল

জানা গেছে সাকিবের ছুটি মঞ্জুরও হয়ে আছে আগে থেকেই। সাকিব যেহেতু থাকবেন না তাই টেস্ট সিরিজ শেষে দেশে ফেরা হয়নি তাইজুল ইসলামের।
Taijul Islam
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার বেশ আগেই ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। সেই ছুটি নিয়ে অবশ্য হয়েছে বিস্তর  লুকোছাপা। জানা গেছে সাকিবের ছুটি মঞ্জুরও হয়ে আছে আগে থেকেই। সাকিব যেহেতু থাকবেন না তাই টেস্ট সিরিজ শেষে দেশে ফেরা হয়নি তাইজুল ইসলামের।

বুধবার বোর্ড সভা থেকে বেরিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মৌখিকভাবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে ছুটি চেয়ে নেন সাকিব, 'বোর্ডকে অফিসিয়ালি কিছু জানায় নাই। তবে আপনি এটাকে অফিসিয়ালি বলতেও পারেন। মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, আমি শুনেছি। জালাল ভাই বলেছে আমাকে। দেখি আসলে অবস্থাটা বুঝে নেই।'

তবে সূত্রের খবর বোঝাবুঝির কথাটাও আসলে কথার কথা। সাকিবের ছুটি অনুমোদিত হয়েই আছে। ওয়ানডে সুপার লিগের সিরিজ না হওয়ায় যার যুক্তিও তুলে ধরেন বোর্ড প্রধান।

টেস্ট সিরিজ শেষে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার সঙ্গে দেশে ফেরার কথা ছিল তাইজুলের। কারণ টি-টোয়েন্টি ও ওয়ানডে কোন স্কোয়াডেই নাম ছিল না তার।

নাম না থাকলেও তার ওয়েস্ট ইন্ডিজ থেকে যাওয়া স্পষ্ট করেছে ওয়ানডে দলে অন্তর্ভুক্তি। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে যা পরে জানাবে বিসিবি। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতির বেলায় বরাবরই ধীরো চলো নীতি ও পেশাদারিত্বের ঘাটতি আছে বাংলাদেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার।

২, ৩ ও ৭ জুলাই ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আপাতত সব মনোযোগ বাংলাদেশ দলের। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। টি-টোয়েন্টি স্কোয়াডে নেই কিন্তু কেবল ওয়ানডে স্কোয়াডে আছেন এমন ক্রিকেটার তাইজুল ছাড়াও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত। এই ক্রিকেটাররা চাইলে এই কদিন কিছুটা ছুটির মেজাজে কাটাতে পারেন সময়।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

14h ago