৪ উইকেটের পেছনে মুমিনুল-তাইজুলকে কৃতিত্ব দিলেন মিরাজ

miraz
ফাইল ছবি

শুরুর কয়েকটি স্পেলে কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তাতে হতাশ হয়ে মনঃসংযোগ নড়ে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের এই অফ স্পিনারের। তবে তাকে উৎসাহ দিয়ে চলেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। এতে অনুপ্রাণিত হয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিরাজ। আর তাকে সহায়তা করার জন্য দুই সতীর্থকে দেন কৃতিত্ব।

শুক্রবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ২ উইকেট খুইয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫০ রান। এর আগে ক্যারিবিয়ানদের তিনশর বেশ আগে আটকে ফেলে তারা। স্বাগতিকরা শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪১ রানে। ৫৯ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মিরাজ। ২২.৫ ওভার হাত ঘুরিয়ে গড়ে ২.৫৮ রান দেন তিনি। তবে পরিস্থিতি বিচারে এই টেস্টের ফল নিজেদের দিকে আনা ভীষণ কঠিন বাংলাদেশের জন্য।

রানখরায় থাকা মুমিনুল প্রথম ইনিংসে সাজঘরে ফেরেন খালি হাতে। অর্থাৎ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার ব্যাট হাতে নেমে তিনি ব্যর্থ। বাঁহাতি স্পিনার তাইজুল নেই একাদশে। তবে এই দুজনই মিরাজকে দ্বিতীয় দিনে দেন অনুপ্রেরণা, 'প্রথম দুই-তিন স্পেলে আমি হতাশ ছিলাম। কারণ, সঠিক জায়গায় বল ফেলতে পারছিলাম না। আমার মনোযোগ ধরে রাখার প্রয়োজন ছিল। সতীর্থ মুমিনুল ও তাইজুল ভাই আমাকে সেসময় সহায়তা করেন। আমার ঘুরে দাঁড়ানোতে সাহায্য করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।'

মুমিনুল ও তাইজুলের কথায় উদ্বুদ্ধ হয়ে কৌশলে পরিবর্তন এনেই সফলতা পান মিরাজ, 'আমার মনে হয়, উইকেট কিছুটা ধীরগতির। তাই আপনার জন্য সেরা হবে যদি আপনি সঠিক জায়গায় বল করেন। কারণ, সেক্ষেত্রে ব্যাটাররা আপনাকে সুযোগ দিবে। প্রথম দুই-তিন স্পেলে আমি কেবল উইকেট নেওয়ার কথাই ভাবছিলাম। আর সেখানেই সমস্যাটা তৈরি হয়েছিল। তারপর আমি রান দেওয়া কমানোর চেষ্টা করলাম। কারণ, আমার মনে হয়েছিল, যদি ওভারপ্রতি গড়ে আড়াই রান করে দিই, তাহলে আমার উইকেট নেওয়ার সুযোগ মিলবে এবং সেটাই ঘটেছে।'

তামিম ইকবালের বিদায়ের পর তিনে পাঠানো হয়েছিল মিরাজকে। কিন্তু সেই বাজিতে কাঙ্ক্ষিত ফল আসেনি। ৬ বলে ২ রান করে তিনি ক্যাচ দেন প্রথম স্লিপে। উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারা নিয়ে মিরাজ বলেন, 'মূলত, আমরা কোনো ব্যাটারের উইকেট হারাতে চাইনি। কারণ, আমি যখন ব্যাট করতে গিয়েছিলাম, দিনের খেলার ৪৫ মিনিটের মতো বাকি ছিল। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ ছিল। রান পেলে আমার জন্য ভালো হতো। তবে আমি সেটা কাজে লাগাতে পারিনি। আশা করি, পরেরবার আমি পারব।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

2h ago