সাড়ে চারশো ছাড়িয়ে থামল দক্ষিণ আফ্রিকা

৩০০ রানে ৬ উইকেট হারানোর পরও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় আরও দেড়শো রান যোগ করতে পারল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে লম্বা সময় হতাশায় ভুগিয়ে অবশেষে থেমেছে স্বাগতিকদের প্রথম ইনিংস।

শনিবার পোর্ট এলিজাবেথ টেস্টে ১৩৬ ওভারের উপর ব্যাট করে ডিন এলগারের দল অলআউট হয়েছে ৪৫৩ রান করে। প্রতিপক্ষের ১০ উইকেটের ছয়টিই নিয়েছেন এই টেস্টে একাদশে আসা তাইজুল ইসলাম।

সর্বোচ্চ ৫০ ওভার বল করে ১৩৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে অবদান বেশ কয়েকজনের। তাদের এগারো ব্যাটসম্যানের দশ জনই পেরিয়েছেন দুই অঙ্ক। সর্বোচ্চ ৮৪ এসেছে আটে নামা কেশব মহারাজের ব্যাট থেকে।

৭ উইকেটে ৩৮৪ রান নিয়ে লাঞ্চ বিরতি থেকে ফেরার পর মহারাজের ব্যাটে এগুতে থাকে প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাট করে ক্রমশ বাংলাদেশকে ম্যাচ থেকে দূরে সরাতে থাকেন তিনি। আগের দিন দুর্দান্ত বল করে ৩ উইকেট নেওয়া তাইজুল ইসলাম এদিন শুরুতে ছিলেন সাদামাটা। বেশ কিছু আলগা বলে রান বিলিয়েছেন।

তবে নিজেকে সামলে লাঞ্চের ঠিক আগে ভিয়ান মুল্ডারকে ফিরিয়ে চতুর্থ উইকেট শিকার ধরেন তিনি। মহারাজ যখন ছুটছিলেন তিন অঙ্কের দিকে তখন আবার তার আঘাত।

তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ৮৪ রান করা মহারাজ। ওয়ানডে মেজাজে এই রান এসেছে ৯৫ বলে। ৯ চারের সঙ্গে তিনি মেরেছেন ৩ ছক্কা। মহারাজের বিদায়ে ৪১৮ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা।

দলের ৪১৮ রানে মহারাজের বিদায়ের পর লিজার্ড উইলিয়ামসকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেন সাইমন হার্মার। এই জুটিও ভেঙেছেন তাইজুল। ৫৯ বলে ৫৩ করা হার্মার তাইজুলের বলে বেরিয়ে এসে মারতে গিয়ে হয়েছেন স্টাম্পিং। পরের ওভারেই মেহেদী হাসান মিরাজ মুড়ে দেন ইনিংস।

উইকেটের পরিস্থিতি বিচারে প্রোটিয়ারা সংগ্রহ করে ফেলেছে বেশ বড় রান। বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জই বলা চলে।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago